Kerala Blasters: ডুরান্ড কাপের স্কোয়াড ঘোষণা কেরালার, খেলবেন প্রীতম?

Advertisements নতুন মরসুমের জন্য মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয়েছে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) দায়িত্ব। তাঁর নির্দেশ মেনেই দল বদলের বাজার থেকে নিজেদের খেলোয়াড়দের সই…

Advertisements

নতুন মরসুমের জন্য মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয়েছে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) দায়িত্ব। তাঁর নির্দেশ মেনেই দল বদলের বাজার থেকে নিজেদের খেলোয়াড়দের সই করিয়েছে ম্যানেজমেন্ট। সেখানেই শেষ নয়। স্ট্যাহরের পরিকল্পনা অনুযায়ী গত জুন মাসের মাঝামাঝি সময় থাইল্যান্ডে প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছিল দল। সেখানকার বেশ কয়েকটি ফুটবল ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে গোটা দলকে ভালো করে দেখে নেন সুইডিশ কোচ।

বিজ্ঞাপন

তারপর দেশে ফিরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডুরান্ডের জন্য নিজস্ব ভেন্যুর উদ্দেশ্যে রওনা দেয় গোটা দল। আগস্টের প্রথম দিনেই ডুরান্ড কাপ অভিযান শুরু করছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী মুম্বাই সিটি এফসি। ম্যাচের আগের দিন সোশ্যাল সাইট থেকে এই টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করে ম্যানেজমেন্ট।

সেই অনুযায়ী দলের গোলরক্ষক হিসেবে থাকছেন শচীন সুরেশ, সোম কুমার, নোরা ফার্নান্দেজ, মহম্মদ আরবাজ। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন মিলোস দ্রিনসিক, সন্দীপ সিং, হরমিপাম রুইভা, প্রীতম কোটাল, আলেকজান্ডার কোয়েফ, আইবান দোহলিং, মুহাম্মদ সাহেফ, নওচা সিং। উল্লেখ্য, এবারের এই ফুটবল টুর্নামেন্টের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে বিশেষ নজর থাকবে বাঙালি ফুটবলার প্রীতম কোটালের দিকে।

পাশাপাশি মাঝমাঠে ঝড় তোলার জন্য থাকছেন মোহাম্মদ আজহার, , ড্যানিশ ফারুক, ফ্রেডি লালাওমাওমা, ভিবিন মোহানান, ইয়োহেনবা মেইতি, সাগোলসেম বিকাশ সিং, সৌরভ মন্ডল, ব্রাইস মিরান্ডা, আদ্রিয়ান লুনা, এবং রেন্টলেই লালথানমাওয়াইয়া।

এছাড়াও আক্রমণভাগের জন্য কোচ স্কোয়াডে রেখেছেন যথাক্রমে কোয়ামে পেপ্রাহ, রাহুল ক্যানোলি প্রভিন, ইশান পন্ডিতা, , শ্রীকুত্তন এমএস, মোহাম্মদ আজসাল, মোহাম্মদ আইমেন এবং নয়া বিদেশি ফুটবলার নোয়া সাদাউ।