ডুরান্ড কাপের শুরুতে অনবদ্য পারফরম্যান্স ছিল কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। কিন্তু কোয়ার্টার ফাইনালে আটকে যেতে হয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে। সেই হতাশা ভুলে আইএসএল জয় করাই অন্যতম লক্ষ্য মিকেল স্ট্যাহরের ছেলেদের। আগামী ১৫ ই সেপ্টেম্বর পাঞ্জাব এফসির বিপক্ষে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেখানে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য সকলের।
এই টুর্নামেন্ট শুরু করার আগেই গত সপ্তাহে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছিল কেরালা। যেখানে অনায়াসেই জয় ছিনিয়ে নিয়েছিল এই ফুটবল ক্লাব। দুরন্ত পারফরম্যান্স করেছিলেন নোয়া সাদাউ। যা নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। আসন্ন টুর্নামেন্টের শুরু থেকে এই পারফরম্যান্স বজায় রাখাই অন্যতম লক্ষ্য প্রীতম কোটালদের।
এসবের মাঝেই নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করল কেরালা ব্লাস্টার্স। সেই অনুযায়ী আগত আইএসএলে দলের অধিনায়ক হিসেবে থাকছেন আদ্রিয়ান লুনা। উল্লেখ্য, গত কয়েক সিজন ধরেই দলের সঙ্গে যুক্ত রয়েছেন এই উরুগুয়ান তারকা। ইভান ভুকোমানোভিচ থেকে শুরু করে বর্তমান কোচ মিকেল স্ট্যাহরে। সকলের কাছেই যথেষ্ট ভরসাযোগ্য একটি নাম আদ্রিয়ান লুনা। সেজন্য নয়া সিজনে ও তাঁকে স্কোয়াডে রেখেই দল সাজিয়েছে ম্যানেজমেন্ট।
বর্তমানে তিনি চোটের কবলে থাকলেও এই বিদেশি মিডফিল্ডারকেই অধিনায়ক করেছে ক্লাব। পাশাপাশি সহ অধিনায়ক হিসেবে থাকছেন মিলোস ড্রিনচিক। শেষ মরসুমে ও দলের সঙ্গে ছিলেন এই ডিফেন্ডার। কেরালার জার্সিতে যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি। সব দিক মাথায় রেখেই তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়েছে কেরালা।









