KBFC vs ATK MB: দিমিত্রি পেট্রাটোসের হ্যাটট্রিকে জিতল সবুজ মেরুন শিবির

ATK Mohan Bagan beat Kerala Blasters

রবিবার ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ৬ মিনিটের মাথায় এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সাহাল সামাদের পাস থেকে ইভান কালিউঝনির বাঁ পায়ের শট ATK মোহনবাগানের (ATK Mohan Bagan) জালে জড়াতেই এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। ২৬ মিনিটে, ATK মোহনবাগান ১-১ গোলের সমতাতে ফিরে আসে দিমিত্রি পেট্রাটোসের বা পায়ের নেওয়া শট বিপিক্ষের জালে জড়াতেই। বাগানের গোলমুখ খোলার পিছনে হুগো বউমাসের পাসিং ছিল দৃষ্টিনন্দন। 

গোলের স্বাদ পেয়ে সবুজ মেরুন শিবিরের ফুটবলারেরা তেড়েফুঁড়ে আক্রমণে ওঠে।৩৮ মিনিটে, মনবীর সিং’র পাস থেকে জনি কাউকো মেরিনার্স ক্যাম্পকে ১-২ গোলে এগিয়ে যায়।৬২ মিনিটে দিমিত্রি পেট্রাটোসের ফের গোল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ISL টাইটেলশিপের লড়াইতে রয় কৃষ্ণ’র বিকল্প দিমিত্রি পেট্রাটোসের জোড়া গোল।

   

৮১ মিনিটে কেরালা ব্লাস্টার্স ম্যাচে ফিরে আসে। খেলার স্রোতের বিরুদ্ধে নিশু কুমারের পাস থেকে রাহুল কানোলির ডান পায়ের শট এক কঠিন কোণ থেকে এবং লং রেঞ্জ শট বাগানের জালে জড়াতেই কেরালা ব্লাস্টার্স ২-৩ গোলের ব্যবধানে ফিরে আসে। গোল খেয়েও সবুজ মেরুন ফুটবলারেরা দমে যায় নি। ৮৮ মিনিটে লেনি রড্রিগেজের গোলে ২-৪ গোলের ব্যবধানে লিড নেয়ATK মোহনবাগান।

৯২ মিনিটে, বাগান আক্রমণের ঝাজে উড়ে যায় কেরালা ব্লাস্টার্স। কেরালার ডিফেন্সকে ছারখার করে দিয়ে ফের দিমিত্রি পেট্রাটোসের গোল। কেরালা ব্লাস্টার্স ২-৫ATK মোহনবাগান।৯৪ মিনিটে কেরালা ব্লাস্টার্সের বিদ্যাসাগর সিং গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন