CFL: শিল্টন পালের সঙ্গে খেলবেন ‘শট স্টপার’ কস্তুর

ফুটবলে ফরোয়ার্ড, স্ট্রাইকারদের নিয়ে ক্রেজ থাকে সব সময়। তুলনায় দলের শেষ প্রহরীরা থেকে যান আলোচনার অনেকটা বাইরে। গতবারের কলকাতা ফুটবল লিগে (CFL) নজর কেড়েছিলেন গোলরক্ষক…

Kastur Das CFL

ফুটবলে ফরোয়ার্ড, স্ট্রাইকারদের নিয়ে ক্রেজ থাকে সব সময়। তুলনায় দলের শেষ প্রহরীরা থেকে যান আলোচনার অনেকটা বাইরে। গতবারের কলকাতা ফুটবল লিগে (CFL) নজর কেড়েছিলেন গোলরক্ষক কস্তুর দাস (Kastur Das)। আসন্ন সিএফএল-এ তিনি খেলবেন রেইনবোৰ হয়ে।

   

কলকাতা ফুটবল লিগের গত মরসুমে কস্তুর দাস খেলেছিলেন পাঠচক্রের হয়ে। দল হিসেবে পাঠচক্রের পারফরম্যান্স ছিল চড়াই-উৎরাইয়ে ভরা। কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল কস্তুরকে। পাঠচক্রের পর আসন্ন মরসুমে তিনি খেলবেন রেনবোর হয়ে।

হতাশায় ছেড়েছিলেন ইস্টবেঙ্গল, CFL-এ ১০ গোল করা সাগর এবার পুলিশে

২৫ বছর বয়সী কস্তুর দাস কলকাতা ফুটবল লিগ খেলছেন প্রায় ৫-৬ বছর ধরে। ইতিমধ্যে খেলেছেন একাধিক ক্লাবের হয়ে। তাঁর বাবাও ছিলেন একজন ফুটবলার। রাহুলের বাবা রিপন দাসও ছিলেন গোলকিপার, খেলেছেন কালীঘাট এমএস-এর হয়ে। বাবার দেখানো পথ অনুসরণ করছেন ছেলে কস্তুর দাস।

কস্তুর গুপ্তিপাড়ার ছেলে। অনুশীলন করতে যান ত্রিবেণীতে। কলকাতা ফুটবল লিগ খেলার জন্য আসতে হয় কলকাতায়। কস্তুর জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাঁধে এসে পড়েছে সংসারের দায়-দায়িত্ব। ফুটবল খেলে যা আয় হয় সেটা খরচ হয় সংসার চালানোর কাজে। বাবার উপার্জন যৎসামান্য। মুদিখানার দোকান চালিয়ে উপার্জন। ফুটবল খেলে বাবা-মাকে সাহায্য করেন কস্তুর।

যেখানেই থাকি মোহনবাগানকে ‘মিস’ করবো: Kiyan Nassiri

কেরিয়ারের ধাপে ধাপে এগিয়ে যেতে চান কস্তুর। আপাতত লক্ষ্য বাংলার হয়ে সন্তোষ ট্রফি ও আসন্ন কলকাতা ফুটবল লিগে রেইনবোর হয়ে নিয়মিত খেলা। রেইনবোর গোলকিপার স্কোয়াড এবার বেশ শক্তিশালী। রয়েছেন শিল্টন পাল, সায়ন্তন পাইন। গোলরক্ষক হিসেবে কস্তুরের অন্যতম বড় গুন আউটিং ও শট রুখে দেওয়া। মোহনবাগানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স ছিল দর্শণীয়। পরিবর্তে ফুটবলার হিসেবে মাঠে নেমে প্রায় রুখে দিয়েছিলেন মোহনবাগানকে।