Tuesday, October 14, 2025
HomeSports Newskarun Nair: ভারতের হয়ে এখনও খেলার স্বপ্ন দেখছেন ট্রিপল সেঞ্চুরি করা উপেক্ষিত...

karun Nair: ভারতের হয়ে এখনও খেলার স্বপ্ন দেখছেন ট্রিপল সেঞ্চুরি করা উপেক্ষিত ব্যাটার

করুণ নায়ার (karun Nair) ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। খুব কম ক্রিকেটার রয়েছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটে তিনশো রানের গণ্ডি ছুঁতে পেরেছেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ভারতের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। ভারতের হয়ে খেলার ব্যাপারে এখনও আশা ছাড়ছেন না করুণ নায়ার।

Advertisements

২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচে ৩০৩* রান করেছিলেন করুণ নায়ার। এই ইনিংসের পর ভারতীয় দলের হয়ে আরও ৩টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এরপর নির্বাচকমণ্ডলী তাঁকে ক্রমাগত উপেক্ষা করতে থাকেন।

Advertisements

এবারের রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে চতুর্থ দিনে মুম্বাইয়ের বিপক্ষে ২২০ বলে ৭৪ রান করে দলের আশা বাঁচিয়ে রেখেছিলেন বিদর্ভের এই ক্রিকেটার। তাঁর এই ইনিংস চলাকালীন মেরেছিলেন ৩টি চার। অন্যদিকে এই ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর এবার বড় ঘোষণা করেছেন তিনি। নায়ার বলেছেন যে তিনি আবার ভারতের হয়ে খেলার ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী।

 

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে করুণ নায়ার বলেছেন, ‘এখনও শতভাগ অনুভব করি যে জাতীয় দলের হয়ে খেলার জন্য আমি প্রস্তুত। কারণ সেটা না হলে ঘরোয়া ক্রিকেটের জন্য আমি নিজের সবটুকু দিতে পারতাম না। আবার ভারতের হয়ে খেলতে পারি।’

নায়ার আরও বলেছেন, ‘আমার মনে হয় খুব ভালো ব্যাটিং করেছি। সব ফরম্যাটেই রান করেছি। সব ফরম্যাটেই ভালো করতে পারতাম। কিন্তু এটা বলার পরও বলছি, অন্তত এই মরসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের কয়েকটি ম্যাচ খেলে প্রচুর রান করেছি।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments