Swami Vivekananda U20: বাংলাকে হারিয়ে সেমিফাইনালে কর্নাটক

বাংলাকে হারিয়ে স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব ২০ মেন্স এনএফসি-র (Swami Vivekananda U20 National Football Championship)সেমিফাইনালে জায়গা করে নিল কর্নাটক। বাংলাকে ১-০ ব্যবধানে হারিয়ে পরের পর্বে জায়গা…

West Bengal Karnataka

বাংলাকে হারিয়ে স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব ২০ মেন্স এনএফসি-র (Swami Vivekananda U20 National Football Championship)সেমিফাইনালে জায়গা করে নিল কর্নাটক। বাংলাকে ১-০ ব্যবধানে হারিয়ে পরের পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্য।

ছত্তিশগড়ের মাঠে শুক্রবার সকালে ম্যাচ শুরু হয়েছিল। প্রথম বাঁশি বাজার পর থেকে দুই দলই কিছুটা আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল খেলা। বেশ কয়েকবার খেলা থামাতে হয়েছে রেফারিকে। বারংবার ফাউল হওয়ার ফলে রুদ্ধ হয়েছে খেলার গতি। মাঝ মাঠ দখল করার জন্য লড়াই চালিয়েছে দুই দল। ৩১ মিনিটে গোল করে কর্নাটক। ওই একটি গোলই নির্ধারিত করেছে ম্যাচের ফলাফল।

ডান দিক বরাবর আক্রমণ ওঠার চেষ্টা করেছিল কর্নাটক। সাইড লাইনের ধারে বাধা দিয়েছিলেন বাংলার ফুটবলাররা। কর্নাটকের পক্ষে গিয়েছিল থ্রো করার সিদ্ধান্ত। ছোটো থ্রো করে বাংলার বক্সে বল ভাসিয়ে দিয়েছিল কর্নাটক। সেখান থেকে হয়েছে গোল।

সকালের দিকে ম্যাচ থাকলেও গরম ছিল ভালই। বারবার মাথায় জল ঢালছিলেন দুই দলের ফুটবলাররা। এক গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণে চাপ বাড়ার চেষ্টা করেছিল বাংলা। মাঝ মাঠে কিছু পাস খেলে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ শানানোর চেষ্টা করেছিলেন বাংলার ছেলেরা। অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারাচ্ছিল দল। ঠিক মতো হয়নি ফাইনাল পাস। সব মিলিয়ে দুই দলের খেলায় তীব্রতা থাকলেও মান নিয়ে প্রশ্ন থাকবে। দিন শেষে খেলার ফলাফল বলবে শেষ কথা। পরাজিত বাংলা।