রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে সর্বাধিক গোল করার নিরিখে ক্লাব কিংবদন্তি রাউলের (Raul) নজির স্পর্শ করলেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা (Karim Benzema), এদিন এই স্প্যানিশ ক্লাবের হয়ে ৩২৩ তম গোলটি করা হয়ে গেলো তার,তালিকায় প্রথম স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৪৫১ টি গোল করে।
এদিন লেভান্তের বিরুদ্ধে গোল করার সাথে সাথে এই নজির গড়লেন বেঞ্জেমা, সর্বাধিক গোল করিয়ের তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর দীর্ঘ ১৩ বছর হলো এই ক্লাবে খেলছেন তিনি।
চলতি মরশুমে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে বেঞ্জেমা’র গোল সংখ্যা ৪৪ টি। ইতিমধ্যে লা লিগা জিতেছে মাদ্রিদ। চ্যাম্পিয়ান্স লিগে রিয়ালের ফাইনালে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বেঞ্জেমা, সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে জয়সূচক গোলটি করেছিলেন তিনি’ই, এবার ফাইনালে লিভারপুলের মুখোমুখি হতে চলেছে তারা।