Kapil Dev: ব্লাড ক্যানসারে ভুগছেন অংশুমান, পেনশন দান করতে প্রস্তুত কপিল

কিংবদন্তি কপিল দেব (Kapil Dev) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) কাছে বিশেষ আবেদন করেছেন। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ অংশুমান গায়কোয়াড় ব্লাড ক্যানসারে ভুগছেন।…

kapil dev ready to give his pension for anshuman gaekwad

কিংবদন্তি কপিল দেব (Kapil Dev) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) কাছে বিশেষ আবেদন করেছেন। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ অংশুমান গায়কোয়াড় ব্লাড ক্যানসারে ভুগছেন। ৭১ বছর বয়সী অংশুমান লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। কপিল বোর্ডের কাছে সাহায্য করার জন্য অনুরোধ করেছেন।

Mohun Bagan vs East Bengal: গোল করলেন সুহেল, নজর কাড়তে পারলেন না ডেভিড

   

কপিল জানিয়েছেন, তাঁর প্রাক্তন সতীর্থ মহিন্দর অমরনাথ, সুনীল গাভাস্কার, সন্দীপ পাতিল, দিলীপ বেঙ্গসরকার, মদন লাল, রবি শাস্ত্রী এবং কীর্তি আজাদ গায়কোয়াড়ের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। কপিল জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী যে বিসিসিআই বিষয়টি খতিয়ে দেখবে এবং গায়কোয়াড়কে আর্থিক সহায়তা প্রদান করবে।

কপিল বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক। আমি কষ্ট পাচ্ছি কারণ আমি গায়কোয়াড়ের সঙ্গে অনেক খেলেছি এবং এই পরিস্থিতিতে তাঁকে দেখতে পাচ্ছি না। আমি জানি বোর্ড তাঁকে দেখবে। কাউকে জোর করছি না। খেলা চলাকালীন ফাস্ট বোলারদের বলে বেশ কয়েকবার চোট পেতে হয়েছে তাঁকে। এখন সময় এসেছে পাশে দাঁড়ানোর। আমি নিশ্চিত, আমাদের ক্রিকেটপ্রেমীরা পাশে দাঁড়াবেন। গায়কোয়াড়ের সুস্থতার জন্য প্রার্থনা করা উচিৎ।’

Nuno Reis: ভারতীয় ক্লাবে বিশ্বকাপ খেলা ফুটবলার!

পরিস্থিতির উন্নতি না হলে নিজের পেনশনও দান করতে প্রস্তুত বলে জানিয়েছেন কপিল। তাঁর কথায়, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের কোনো সিস্টেম নেই। এখনকার খেলোয়াড়দের হাতে টাকা আছে দেখে ভালো লাগছে। এখন সাপোর্ট স্টাফরাও ভালো বেতন পান। আমাদের সময় বোর্ডের এত টাকা ছিল না। বিগত বছরের সিনিয়র খেলোয়াড়দের সাহায্য করা উচিৎ। ট্রাস্ট গঠন হলে তারা সেখানে টাকা পাঠাতে পারবে, কিন্তু আমাদের সে ব্যবস্থা নেই। আমি মনে করি বিসিসিআইয়ের এটি করা উচিৎ। পরিবার অনুমতি দিলে পেনশন দান করে অবদান রাখতে প্রস্তুত।’