Kapil Dev: মাঝপথেই হাটা দিয়েছিলেন কেন কপিল ?

গত বছর ডিসেম্বরে কবির খান পরিচালিত ভারতের প্রথম বিশ্বকাপ জয় নিয়ে বলিউড তারকা রণবীর সিংয়ের ৮৩ সিনেমাটি মুক্তি পেয়েছিল। জানা গেছে, ছবিটি দেখতে দেখতে মাঝপথেই বেরিয়ে গিয়েছিলেন কপিল (Kapil Dev)। জেনে নিন এর পেছনে কারণ কি ছিল।

কপিল দেব জানিয়েছেন সিনেমাটি স্পেশাল স্ক্রীনিং যখন হয়েছিল, তখন তারা হাতেগোনা কয়েকজন থিয়েটারে সিনেমাটি দেখেছিলেন। কিন্তু সেবার আলাদা কিছু মনে হয়নি তার। কারণ দেখে মনে হয়েছে এটাই তোতার কাহিনী। এটা আর আলাদা কোথায়? কিন্তু দু সপ্তাহ পর আবার যখন থিয়েটারে পরিবারের সঙ্গে সিনেমাটি তিনি দেখেন, তখন মাঝপথেই নাকি থিয়েটার ছেড়ে কিছুক্ষনের জন্য বাইরে বেরিয়ে যান।

   

কপিল জানিয়েছেন ৮৩ সিনেমা দ্বিতীয়বার দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। বিশেষ করে যেভাবে বিশ্বকাপ ফাইনালের আগে দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল সঙ্ঘবদ্ধ হয়েছিল, যেভাবে তার ভূমিকা রণবীর এবং বা ক্রিকেটারদের ভূমিকা অভিনেতারা ফুটিয়ে তুলেছেন, তার সঙ্গে বাস্তবের হুবহু মিল।

ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল জানিয়েছেন, তার মেয়ে রণবীর সিং এর হাঁটাচলা এবং লুকস দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। এই সিনেমাটি দেখে যদি পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা উদ্বুদ্ধ হন, সেটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। হরিয়ানা হ্যারিকেন মনে করেন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট একটা নির্দিষ্ট দল তৈরি করার প্রক্রিয়ায় আছে। পর্দায় তাকে জীবন্ত করে তুলেছেন রণবীর, এমনটাই মনে করেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন