Kanyashree Cup: বিদ্যুৎ স্পোর্টিংকে চার গোল সাউদার্ন সমিতি

Federation announced the schedule of AIFF elections

কন্যাশ্রী কাপের (Kanyashree Cup) ম্যাচে সাউদার্ন সমিতি ফুটবল ক্লাব ৪-০ গোলে পরাস্ত করল বিদ্যুৎ স্পোর্টিং ক্লাবকে। গোল করলেন মারিয়ম ২ টি এবং রিয়া ও মৌসুমি ১ টা করে।

সম্প্রতি সুন্দরবনে মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর চোরাডাকাতিয়া গ্রামে চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ৮দলের মহিলা ফুটবল প্রতিযোগিতা। এদিন ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাসের দল পুলিশ একাদশ,কলকাতার মেসি ফ্যান্স ক্লাব সহ নদীয়া, হুগলির থেকে আসা ফুটবল দল ও অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।

   

সুন্দরবনের জনা কুড়ি ছেলে মিলে আজ থেকে বছর পাঁচেক আগে শুরু করে এই ফ্যান্স ক্লাব। এখন এই ক্লাবের সদস্য, সদস্যা মিলিয়ে সদস্যা সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এখন ৫০জন। তাদের প্রাণের প্ৰিয় ক্লাব তথা শতাব্দী প্রাচীন ও ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানের ভালোবাসায় তৈরী এই ক্লাব। সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাব সারা বছর ধরে নানান সামাজিক কাজ কর্ম করে থাকেন। যেমন এই ক্রীড়া অনুষ্ঠানের প্রথম দিনে রক্ত দান শিবির আয়োজন করেছিল। দেড়শো মহিলা সেই শিবিরে রক্ত দান করেন।

সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের এই মহিলা ফুটবল প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিল দশ থেকে বারো হাজার দর্শক। এদিনের এই প্রতিযোগিতার ফাইনাল খেলার ফাইনালে মুখমুখি হয় গঙ্গা সাগর খাস রামকর স্পোর্টস একামেডি ও তাড়দাহ ওম্যান্স ফুটবল একাডেমি। আর ফাইনালে নির্দিষ্ট সময়ে ফলা ফল এক এক থাকায় খেলা গড়ায় ট্রাবেকারে আর ট্রাইব্রেকারে ও ফলা ফল সমান থাকায় খেলার ফলাফল নির্ধারনের জন্য টস হলে টসে উত্তর প্রতাপ নগর ওম্যান্স ফুটবল দল জয় লাভ করে ।

এদিন চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসাবে নগত দশ হাজার টাকা সহ শুদৃশ্য ট্রফি তুলে দেন ক্যানিংয়ের এস ডি পি ও দিবাকর দাস এবং প্রতিযোগিতায় রানার্স দলের হাতে পুরস্কার হিসাবে আট হাজার টাকা সহ শুদৃশ্য ট্রফি তুলে দেন বাসন্তী থানার আইসি দূর্গা প্রসাদ মজুমদার আর সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের এদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিপিও ক্যানিং দিবাকর দাস, বাসন্তী থানার আই সি দূর্গা প্রসাদ মজুমদার, আই সি ক্যানিং সৌগত ঘোষ, সি আই ক্যানিং বিমল মন্ডল, গোসাবা থানার ওসি সৌমেন বিশ্বাস,ক্যানিং মহিলা থানার ওসি তনুশ্রী মন্ডল সহ আরো বিশিষ্ট জনেরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন