পিয়ারলেসকে হারিয়ে সুপার সিক্সে যাওয়ার আশা জিইয়ে রেখেছে মোহন বাগান সুপার জায়ান্ট। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচে হেরেছে দল। হাতে এখনও কিছু ম্যাচ বাকি রয়েছে। সুপার সিক্স নিশ্চিত করতে হলে ম্যাচগুলো জিততে হবে। জিততে না পারলে অনিশ্চয়তা। এরই মধ্যে রয়েছে বড় ম্যাচ।
কলকাতার তিন প্রধান – মোহন বাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। ইস্টবেঙ্গল এবং মোহন বাগান কলকাতা ফুটবল লীগের ভিন্ন গ্রুপে রয়েছে। তাই কলকাতা ফুটবল লীগে এখনও হয়নি মোহন ইস্ট ম্যাচ। তবে মুখোমুখি হতে চলেছে মোহন বাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা ময়দানে এই ম্যাচ মিনি ডার্বি নামে পরিচিত। আগামী ১৪ সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে মিনি ডার্বি হওয়ার কথা রয়েছে।
মোহন বাগান এবং মহামেডান দুই দলই ভালো ফর্মে রয়েছে। সাদা কালো ব্রিগেড ইতিমধ্যে সুপার সিক্সে যাওয়ার টিকিট নিশ্চিত করেছে। আপাতত তাদের হারানোর কিছু নেই। বরং পালতোলা নৌকাকে ডোবাতে পারলে ব্ল্যাক প্যান্থারদের আত্মবিশ্বাস আরও বাড়বে। গ্রুপে সবার ওপরে রয়েছে মহামেডান স্পোর্টিং।
চলতি কলকাতা ফুটবল লীগে মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দুরন্ত ফর্মে রয়েছেন ডেভিড নামের এক জুনিয়র ফুটবলার। কলকাতা ফুটবল লীগ কিংবা Durand Cup-এ ধারাবাহিকভাবে ফর্মে রয়েছেন। লীগের প্রায় প্রতি ম্যাচে নিজের নামের পাশে তুলেছেন গোল। অন্য দিকে বাগানের বেশ কয়েকজন খেলোয়াড় বাইরে গিয়েছেন দেশের হয়ে খেলার জন্য। কলকাতায় ফেরার পর বোঝা যাবে তাদের কেমন কী কন্ডিশন রয়েছে। তেমন হলে সিনিয়র দল থেকে কয়েকজনকে মোহন বাগান সুপার জায়ান্ট মাঠে নামাতে পারে, এমন সম্ভাবনার কথা শোনা গিয়েছে।