কলকাতায় হোক ডুরান্ডের ম্যাচ, মুখ্যমন্ত্রীকে চিঠি এআইএফএফ প্রেসিডেন্টের 

Advertisements আরজি কর কাণ্ড নিয়ে বর্তমানে উত্তাল গোটা রাজ্য।দোষীদের শাস্তির দাবিতে নিয়মিত রাস্তায় নামছে সাধারণ মানুষ। যার প্রভাব পড়েছে কলকাতা ময়দানে। নৃশংস ঘটনার প্রতিবাদে একজোট…

Advertisements

আরজি কর কাণ্ড নিয়ে বর্তমানে উত্তাল গোটা রাজ্য।দোষীদের শাস্তির দাবিতে নিয়মিত রাস্তায় নামছে সাধারণ মানুষ। যার প্রভাব পড়েছে কলকাতা ময়দানে। নৃশংস ঘটনার প্রতিবাদে একজোট হয়ে গিয়েছে ময়দানের তিন প্রধানের সমর্থকরা। এই পরিস্থিতিতে নিরাপত্তার অভাব দেখিয়ে ডার্বি (Durand Cup 2024) বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল ডুরান্ড কমিটি। সেটা ও ভালো ভাবে নেয়নি মোহন-ইস্টের সমর্থকরা। যারফলে ডার্বি বাতিল হওয়া সত্ত্বেও গত রবিবার বিকেলে স্টেডিয়াম চত্বরে প্রতিবাদ মিছিল করে ফুটবলপ্রেমীরা। 

বিজ্ঞাপন

যেখানে দোষীদের শাস্তি দেওয়ার পাশাপাশি শহরের বুকে তিন প্রধানের ম্যাচ ফিরিয়ে আনার কথা ও উঠে আসে। সেই নিয়েই এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। যেখানে প্রথমেই উঠে আসে গত রবিবার ডুরান্ড কাপের ডার্বি বাতিল করার পাশাপাশি গোটা এশিয়া জুড়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জনপ্রিয়তার কথা। 

তারপরেই তিনি লেখেন, ‘আমি শুধুমাত্র দুই প্রধানের সমর্থকদের থেকেই নয়, গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছ থেকে কলকাতায় ডুরান্ডের ম্যাচ গুলি পুনঃস্থাপন করার জন্য আবেদন পেয়েছি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার সুবাদে আমি আপনাদের কাছে অনুরোধ করছি ডুরান্ডের বাকি ম্যাচগুলো যাতে সঠিকভাবে শহরের বুকে আয়োজিত হয় তা নিশ্চিত করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়ার জন্য। আমি আপনার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি।’

এছাড়াও গত মঙ্গলবার এই বিষয় নিয়েই যৌথভাবে সাংবাদিক বৈঠক করে শহরের বুকেই ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল করার আর্জি জানিয়েছে ময়দানের তিন প্রধান।