Kalyan Chaubey: মহিলা ফুটবল নিয়ে বড় ঘোষণা কল্যাণ চৌবের

Kalyan Chaubey

সম্প্রতি বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর (AIFF) নির্বাসন চাপিয়ে ছিল। নতুন করে ফেডারেশনের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে কল্যাণ চৌবে (Kalyan Chaubey) সহ অন্যান্য পদাধিকারী নির্বাচিত হওয়ায় এখন ফিফা নির্বাসনের কালো মেঘ কেটে গিয়েছে ভারতীয় ফুটবলের মাথা থেকে। বৃ্হস্পতিবার সদ্য নির্বাচিত ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে কলকাতাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে AIFF প্রেসিডেন্ট হিসেবে তার আগামী দিনে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন।

এদিনের সাংবাদিক বৈঠকে AIFF সভাপতি কল্যাণ চৌবে ভারতে মহিলা ফুটবলকে প্রসারিত করার এবং অল্প বয়সে সেরা প্রতিভা খুঁজে পেতে একটি নতুন বয়স ভিত্তিক গ্রুপ লিগ চালু করার তার পরিকল্পনা ঘোষণা করেন। এই প্রসঙ্গে কল্যাণ চৌবে বলেন, “আমরা শীঘ্রই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাথে সহযোগিতায় ভারতে একটি অনূর্ধ্ব ১৭ মহিলা লীগ চালু করছি।”

   

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতিকে অত্যন্ত জোরের সঙ্গে বলতে শোনা যায় যে, ভারতীয় ফুটবলে সম্পূর্ণভাবে লিঙ্গ সমতা বজায় রাখতে চান। এই বিষয়ে কল্যাণ চৌবের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ফেডারেশনের ভারতীয় মহিলা লীগে (আইডব্লিউল) খেলোয়াড়দের জন্য ন্যূনতম বেতনের ক্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে। AIFF সভাপতি কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এও বলেন, “এটা ঠিক নয় যে পুরুষ ও মহিলা ফুটবলারদের স্তরে বিশাল পার্থক্য থাকা উচিত। ভারসাম্য পুনরুদ্ধারের জন্য সমস্ত প্রচেষ্টা করা হবে।”

এদিনের সাংবাদিক বৈঠকে AIFF সভাপতি কল্যাণ চৌবে সহ উপস্থিত ছিলেন ফেডারেশনের মহাসচিব ডাঃ শাজি প্রভাকরণ, ফেডারেশন, কার্যনির্বাহী কমিটির সদস্য অভিজিৎ পল, AIFF’র ডেপুটি সেক্রেটারি জেনারেল সুনন্দ ধর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন