আজ সন্ধ্যায় ভুবনেশ্বরের কলিঙ্গ ফুটবল স্টেডিয়ামে সুপার কাপের (Kalinga Super Cup) প্রথম সেমিফাইনাল খেলতে নামবে ময়দানের অন্যতম প্রধান দল ইমামি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ হিসেবে এবার রয়েছে জামশেদপুর এফসি। শেষ মরশুম তাদের খুব একটা ভালো না গেলেও নতুন বছরের শুরু থেকেই দারুন ছন্দে রয়েছে জামশেদপুর।
একের পর এক শক্তিশালী দলকে আটকে দিয়ে তারা উঠে এসেছে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে। দেশের প্রথম ডিভিশন লিগের শুরুটা মধুর না হলেও সুপার কাপে নিজেদের সক্রিয়তা বজায় রাখতে চায় আইএসএলের এই ফুটবল ক্লাব। সেজন্য। গত কয়েকদিন ধরেই দলকে বিশেষ অনুশীলন করিয়েছেন নতুন কোচ খালিদ জামিল। অন্যদিকে, এবারের এই সেমিফাইনাল জিততে চাইছে ইস্টবেঙ্গল।
কাজটা খুব একটা সহজ হবে না তা আন্দাজ করতে পারছেন সকলেই। তাই ম্যাচের আগের দিন অনুশীলনে খেলোয়াড়দের চাপ মুক্ত রাখার ও পরিকল্পনা নেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। প্রধানত শারিরীক অনুশীলনের পাশাপাশি দলের ফুটবলারদের মানসিক চাপ কমাতে বল নিয়েও মজার ছলে ফুটবলারদের মধ্যে অনুশীলন করান তিনি।
তবে স্প্যানিশ তারকা বোরহা হেরেরার অনুপস্থিতি কিছুটা হলেও চাপে রাখবে লাল-হলুদকে। যারফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে আসতে পারেন এই স্প্যানিশ তারকার বদলে। যতদূর খবর, হেরেরার বিকল্প হিসেবে দলের তরুণ ফুটবলার পিভি বিষ্ণুকে খেলাতে পারেন কোচ।
তাছাড়া আগের মতোই থাকতে পারে লাল-হলুদের একাদশ। আজকে ও সকলের বিশেষ নজর থাকবে সৌভিক চক্রবর্তীর দিকে। এছাড়াও আজ গোলের খিদে নিয়ে মাঠে দাপিয়ে খেলতে দেখা যেতে পারে লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভাকে।