Kalinga Super Cup: জামশেদপুরকে হারিয়ে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

ফের জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) সেমিফাইনাল খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। প্রতিপক্ষ হিসেবে…

East Bengal Prevails Over Jamshedpur FC in Thrilling Final

ফের জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) সেমিফাইনাল খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। প্রতিপক্ষ হিসেবে রয়েছে আইএসএলের জামশেদপুর এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলে সেই ম্যাচ জিতে নিল মশাল ব্রিগেড।

দলের জার্সিতে গোল পান যথাক্রমে হিজাজি মাহের ও স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিও টোরো। সামনে এবার ফাইনাল।‌ আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি ও ওডিশা এফসি। সেই ম্যাচের জয়ী এবার লাল-হলুদের মুখোমুখি হবে টুর্নামেন্ট ফাইনালে। এখন এই পরবর্তী ম্যাচের দিকেই তাকিয়ে সকলে।

   

উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক থেকেছে লাল-হলুদ ব্রিগেড। যারফলে, ম্যাচের শুরুতেই হিজাজি মাহেরের করা গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। যদিও তার কিছু সময় পর থেকেই তাচিকাওয়ার আক্রমনে কিছুটা হলেও চাপে চলে আসে ক্লেটনরা। এমনকি একাধিকবার গোলের ও সুযোগ ছিনিয়ে নেয় একবারের এই লিগশিল্ড জয়ীরা।

তবে গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। এমনকি পরবর্তীতে একবার চূড়ান্ত সুযোগ এলেও গোলরক্ষক প্রভসুখান সিং গীলের দক্ষতায় সেই আশাপূরন করা সম্ভব হয়নি। যারফলে, প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে মশাল ব্রিগেড।

তবে দ্বিতীয়ার্ধের শুরুথেকেই ফের আক্রমন সানাতে থাকে কুয়াদ্রাতের ছেলেরা। সেখান থেকেই দ্বিতীয় গোল তুলেন আনেন জাভিয়ের সিভেরিও টোরো। পরবর্তীতে মত সময় এগিয়েছে দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল। ম্যাচের শেষের দিকে পেনাল্টি আদায় করে নেয় দল। তবে গোল করা সম্ভব হয়নি ক্লেটনের পক্ষে। নাহলে আর বড় ব্যবধানে ম্যাচ জিততে পারত এই প্রধান।