Cuadrat vs Lobera: ফলাফল এখনও অমীমাংসিত, সুপার কাপেই হবে ফয়সালা

Advertisements Cuadrat vs Lobera: কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup ) ফাইনালে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি। দুই দলের সম্মুখ সমরের আগে পরিসংখ্যানের ছড়াছড়ি। ফুটবলারদের পাশাপাশি…

Cuadrat vs Lobera

Advertisements

Cuadrat vs Lobera: কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup ) ফাইনালে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি। দুই দলের সম্মুখ সমরের আগে পরিসংখ্যানের ছড়াছড়ি। ফুটবলারদের পাশাপাশি দুই দলের কোচের মগজ অস্ত্রের লড়াই হবে উপভোগ্য। Carles Cuadrat ও Sergio Lobera ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম সফল দুই কোচ।

   

চলতি মরসুমে দুই কোচ নিয়েছিলেন নতুন চ্যালেঞ্জ। লোবেরাকে নিয়ে আলোচনা ছিল সবথেকে বেশি। ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন তিনি। পরে কোচ নিজে বেছে নিয়েছিলেন ওড়িশা এফসিকে। লোবেরা ওড়িশা এফসিকে বেছে নেওয়ার পর কার্লেসকে কলকাতায় নিয়ে আসেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই থেকে এই দুই কোচকে নিয়ে কলকাতার ফুটবল অনুরাগীদের মধ্যে রয়েছে বাড়তি উন্মাদনা।

Advertisements

দুই কোচই প্রায় নতুন দল নিয়ে মাঠে নেমেছিলেন। শুরুতে লাল হলুদ কোচ চমক দিলেও লোবেরার ওড়িশা এফসিকে দেখিয়েছিল কিছুটা নড়বড়ে। পরে দুই দলই চলে আসে ট্র্যাকে। দুই দলই হারিয়েছে প্রবল প্রতিপক্ষে মোহন বাগান সুপার জায়ান্টকে। আগামী ২৮ জানুয়ারি কলিঙ্গ সুপার কাপের ফাইনাল। এর আগেও মুখোমুখি হয়েছিল কার্লেসের ইস্টবেঙ্গল ও লোবেরার ওড়িশা এফসি।

এর আগে ২২ ডিসেম্বর ২০২৩ সালে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। খেলার ফলাফল ছিল ০-০। দুই দলই নেমেছিল পূর্ণ শক্তি নিয়ে। বলের দখল ওড়িশা নিজের কাছে রেখেও কাজের কাজ করতে পারেনি। সেই দিনের তুলনায় এখন ইস্টবেঙ্গলের খেলা অনেক পরিণত। এবার গোলের মধ্যে ফিরেছেন ক্যাপ্টেন ক্লেইটন সিলভা। পাল্লা ভারী হতে পারে লাল হলুদ ব্রিগেডের দিকে। ফর্মে থাকা মহেশ সিং যোগ দিতে পারেন প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচের দলে।