Kalinga Super Cup: ‘সুপার’ টিম করেও ‘জায়ান্ট’ হতে পারেনি মোহনবাগান

আরও একটা টুর্নামেন্টে (Kalinga Super Cup) আশাভঙ্গ। আন্ডারডগ হিসেবে মরসুম শুরু করা ইস্টবেঙ্গলের (East Bengal) কাছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) হারল…

EAST BENGAL the REAL POWER Fans

আরও একটা টুর্নামেন্টে (Kalinga Super Cup) আশাভঙ্গ। আন্ডারডগ হিসেবে মরসুম শুরু করা ইস্টবেঙ্গলের (East Bengal) কাছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) হারল ১-৩ গোলে। মরসুমের শুরুতেও ইস্টবেঙ্গলের কাছে হেরেছিল বাগান। তখন না হয় দল পুরো তৈরি ছিল না, টিম কম্বিনেশন গড়ে ওঠেনি। এখন কী এক্সকিউজ? টোটাল ফেইলিওর। টোটাল ফেইলিওর মোহন বাগান সুপার জায়ান্টের জন্য।

   

খাতায় কলমে মোহন বাগান সুপার জায়ান্ট যা দল গঠন করেছিল সেটা দেখে অনেকেই হতে বলেছিলেন ” সুপার “। আশা করা হয়েছিল আন্তর্জাতিক প্রতিযোগিতাতে ভালো কিছু করে দেখাবে দল, সবুজ মেরুন ইতিহাসে যুক্ত হবে আরও কিছু গর্ব করার মতো মুহূর্ত। Durand Cup আশার আলো দেখিয়েছিল। ইন্ডিয়ান সুপার লীগের শুরু থেকে পরপর ম্যাচে জয়।

আচমকা ছন্দ পতন। পতন এখনও অব্যাহত। সুপার কাপের গ্রুপ পর্যায়ে দুটো ম্যাচ বাগান পরপর জিতেছিল। জিতবে আশা করা হয়েছিল কারণ বাকি দল দুটো খাতায় কলমে অনেকটাই পিছিয়ে থেকে নেমেছিল মাঠে।

প্রথম একাদশের অনেক ফুটবলার এখন জাতীয় দলের খেলায় ব্যস্ত। রিজার্ভ দলের ফুটবলাররা সুযোগ পেয়েছেন সুপার কাপ খেলার। বিদেশি ফুটবলাররা অবশ্য ছিলেন। ভারতীয় ফুটবলের অনেক অভিজ্ঞরা বলে থাকেন, বিদেশি ফুটবলাররা পার্থক্য গড়ে দিতে পারেন মাঠে। ভারতে এখন যে ক’জন বিদেশি ফুটবলার রয়েছেন তাদের মধ্যে একাধিক দামী ফুটবলার এখন মোহন তরীতে। কয়েক কোটি টাকা খরচ করে ভারতে নিয়ে আসা হয়েছে তাদের। বিনিময়ে কী পাচ্ছে দল? বাগান সমর্থকরা রীতিমত ক্ষুব্ধ। যে জেসন কামিন্সকে নায়কের মর্যাদা দেওয়া হয়েছিল মরসুমের শুরুতে সেই কামিন্স এখন সমর্থকদের চক্ষুশূল। নিরাশ করছেন আর্মান্ডো সাদিকু।

প্রাক্তন কোচ হুয়ান ফেরান্ডোকে বিদায় করার দাবি জানানো হয়েছিল। বিদায় করা হয়েছে। কোচই যদি সমস্যার মূল কারণ হয়ে থাকেন তাহলে দল আবার হারল কেন? এর কয়েকটা কারণ একাধিক হতে পারি:

  • ১) ফুটবালরদের বোঝাপড়া
  • ২) দল হিসেবে খেলা
  • ৩) চোট
  • ৪) বিদেশি ফুটবলার
  • ৪) আত্মবিশ্বাস

আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস একটা বড় জিনিস। ইস্টবেঙ্গল হয়তো এখনো সেরা ফর্মে পৌঁছায়নি। কিন্তু ক্রমে ক্রমে দল নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। উল্টোটা হয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের ক্ষেত্রে। ক্রমে আত্মবিশ্বাস কমেছে। আত্মবিশ্বাস না থাকলে জায়ান্টেরও কাঁধ ঝুঁকে যায়। হয় ছোটো ছোটো ভুল, পরাজয়।

(ছবি সৌজন্যে- EAST BENGAL the REAL POWER Fans এক্স হ্যান্ডেল)