কোথায় দেখা যাবে সুপার কাপ? জানুন

কিছুদিনের অপেক্ষা মাত্র।‌ তারপরেই শুরু হবে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup)। যেদিকে তাকিয়ে রয়েছে আপামর ফুটবলপ্রেমী মানুষ। গত বছর সার্জিও লোবেরার ওডিশা এফসিকে পরাজিত…

Kalinga Super Cup 2025

কিছুদিনের অপেক্ষা মাত্র।‌ তারপরেই শুরু হবে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup)। যেদিকে তাকিয়ে রয়েছে আপামর ফুটবলপ্রেমী মানুষ। গত বছর সার্জিও লোবেরার ওডিশা এফসিকে পরাজিত করে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। একটা সময় এই ম্যাচে পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে বাজিমাত করে যান নন্দকুমার সেকার থেকে শুরু করে ক্লেটন সিলভাদের মতো ফুটবলাররা। যারফলে প্রায় ১২ বছর পর সর্বভারতীয় স্তরের কোনও ট্রফি জয় করেছিল ইমামি ইস্টবেঙ্গল। এবার সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে ময়দানের এই প্রধানের।

পাশাপাশি এই ট্রফি জিতে মরশুম শেষ করার পরিকল্পনা থাকবে অন্যান্য ক্লাব গুলির সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে সকলে। কিন্তু কোথায় দেখানো হবে এই ফুটবল টুর্নামেন্ট। গত কয়েকদিন ধরে সেই নিয়েই দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে এবার উঠে আসলো সেই তথ্য। জানা গিয়েছে জিও হটস্টারের পাশাপাশি স্টার স্পোর্টস থ্রিতে দেখা যাবে এই ফুটবল টুর্নামেন্ট। যা নিঃসন্দেহে অনেকটাই স্বস্তি দেবে সকল সমর্থকদের। অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি টিভির পর্দাতে ও দেখা যাবে এই ফুটবল টুর্নামেন্ট।

Also Read | মোলিনা বনাম জারাগোজা! আইএসএল ফাইনালে স্প্যানিশ কৌশলের লড়াই

Advertisements

আগামী ২০ শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে এই সুপার কাপ। যেখানে প্রথম দিনেই অভিযান শুরু করতে চলেছে ময়দানে দুই প্রধান। গতবারের সুপার কাপ জয়ী ইমামি ইস্টবেঙ্গল লড়াই করবে ডেভিড কাতলার কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। অন্যদিকে আইলিগের ফুটবল ক্লাব চার্চিল ব্রাদার্সের সঙ্গে লড়াই করবে টানা দুইবারের আইএসএল লিগ শিল্ড জয়ী দল মোহনবাগান সুপার জায়ান্ট। এই দুই ম্যাচের দিকেই বিশেষ নজর থাকবে সকলের। তবে এবার সাফল্য পাওয়া যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

গতবারের তুলনায় এবার বদলে গিয়েছে টুর্নামেন্টের ফরম্যাট। শেষ সিজন পর্যন্ত গ্রুপ পর্বের পর নক আউটের লড়াই শুরু হলেও এবার একেবারেই অন্যরকম। প্রথম থেকেই নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে সুপার কাপ। পূর্বে গ্ৰুপ পর্বের পর নক আউট পর্ব শুরু হলেও এবার তা একেবারেই নয়। যারফলে প্রথম থেকেই জয় পেতে চাইবে সকলে।