HomeSports Newsকবে থেকে হতে পারে সুপার কাপ? জানুন

কবে থেকে হতে পারে সুপার কাপ? জানুন

- Advertisement -

গত কয়েক মাস ধরেই প্রথম ডিভিশন লিগ আয়োজন ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা। আসলে চলতি বছরের শেষেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে আইএসএলের আয়োজক সংস্থা এফএসডিএলের। নয়া চুক্তি নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি কোনও কিছু। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের (Kalinga Super Cup ) আয়োজন ঘিরে দেখা দিয়েছিল ব্যাপক ধোঁয়াশা। এই পরিস্থিতিতে ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দৃ গঠনের ক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি গ্ৰহণ করেছিল ক্লাব গুলি। এমনকি পরবর্তীতে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকে ও নাম প্রত্যাহার করে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে ওডিশা এফসি ও এফসি গোয়ার মতো দল গুলি।

পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। সেখানে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা মৌখিকভাবে জানিয়েছিলেন তিনি। সেই শর্তেই বর্তমানে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup ) অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল দেশের প্রথম সারির প্রত্যেকটি ফুটবল ক্লাব। জানা গিয়েছিল সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই হয়তো শুরু হয়ে যাবে সুপার কাপ। সেই কথা মাথায় রেখেই ফের প্রস্তুতি নিতে শুরু করেছিল ক্লাব গুলি।

   

AIFF President Kalyan Chaubey confirms Super Cup to be held on September before ISL or Other League

Kalinga Super Cup 2025: কবে কাটবে জটিলতা?

ইতিমধ্যেই দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলের টেন্ডার ডাকা নিয়ে ও উঠে আসতে শুরু করেছিল নয়া তথ্য। যারফলে সব ঠিকঠাক চললে আগামী ডিসেম্বর মাস থেকেই শুরু হতে পারে এই জনপ্রিয় টুর্নামেন্ট। অপরদিকে, সেপ্টেম্বরে সুপার কাপ হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে যেতে পারে অক্টোবরে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, গত শুক্রবার নাকি অধিকাংশ ফুটবল ক্লাবগুলি সঙ্গে যোগাযোগ করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেক্ষেত্রে অক্টোবর থেকেই নাকি এই টুর্নামেন্ট খেলতে আগ্রহ দেখিয়েছে অধিকাংশ ফুটবল ক্লাব

যারফলে সব ঠিকঠাক থাকলে হয়তো পরের মাসেই শুরু হবে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। শেষ মরসুমে জামশেদপুর এফসিকে হারিয়ে এই খেতাব ঘরে তুলেছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে তাঁদের। অন্যদিকে চূড়ান্ত সাফল্য পেতে চাইবে ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগানের মতো ফুটবল দল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular