Kalinga Super Cup 2023: ডার্বি ম্যাচ জেতার চ্যালেঞ্জ নিলেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

আগামীকাল কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup 2023) ডার্বি ম্যাচ। যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। এখন…

east Bengal Coach Carles Cuadrat

আগামীকাল কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup 2023) ডার্বি ম্যাচ। যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। এখন সেদিকেই তাকিয়ে সকলে। বলতে গেলে এই ম্যাচ নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে কলকাতার ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে।

এখন যা পরিস্থিতি তাতে এই ম্যাচ জিতলেই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে চলে যাবে দল। সেজন্য এই ম্যাচের দিকে বিশেষ করে নজর দিচ্ছেন দুই প্রধানের কোচেরা। গত কয়েক সপ্তাহ আগেই ছাঁটাই করা হয়েছে মোহনবাগানের প্রাক্তন কোচ হুয়ান ফেরেন্দোকে। তার পরিবর্তে দলের দায়িত্ব পেয়েছেন অ্যান্তোনিয়ো লোপেদ হাবাস।

বলতে গেলে এই মরশুমের বাকি ম্যাচগুলি তার তত্ত্বাবধানেই খেলবে মোহনবাগান। পরবর্তীতে নতুন কোচ আনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট। তবে ভিসাজনিত সমস্যা থাকায় ভারতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে স্প্যানিশ বসের। যার দরুন এবার দলেসহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে সুপার কাপ খেলছে সবুজ-মেরুন। বর্তমানে দারুন ছন্দে ও রয়েছে দল। এবারের এই তৃতীয় ম্যাচ জিতলেই সেমিফাইনালে জায়গা করে নেবে দুই প্রধানের একটি দল। এখন সেই দিকেই তাকিয়ে সকলে। তবে ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট চনমনে থাকলেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।

তিনি‌ বলেন, কালকের ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া লক্ষ্য থাকবে আমাদের। কোন রকমের ড্র নয়। তাহলে পয়েন্ট নষ্টের সম্ভাবনা দেখা যাবে প্রবল ভাবে। এক কথায় বলতে গেলে এবারের এই সুপার কাপ ডার্বিতে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না লাল-হলুদের স্প্যানিশ কোচ।