K L Rahul : ২৭ বছর ধরে মা-এর মিথ্যে শুনছেন কে এল রাহুল 

Co-captain KL Rahul

এ কি বলে ফেললেন ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল (K L Rahul)! ২৭ বছর ধরে নাকি তাঁকে মিথ্যে বলছেন তাঁর মা ! আইপিএল-এর মরসুমের মধ্যেই এমন কথা বললেন কে এল রাহুল।

কেএল রাহুল জানিয়েছেন, তাঁর মা ২৭ বছর ধরে তাঁকে একটি ব্যাপারে মিথ্যে বলে গিয়েছেন। এবার সেই রহস্য থেকে পর্দা তুললেন তিনি নিজেই। তিনি জানান, কীভাবে তাঁর মা ‘রাহুল’ নাম রাখার কারণ হিসেবে তাঁকে মিথ্য়ে বলে গিয়েছেন। কে এলের মা তাঁকে জানিয়েছিলেন, বলিউড তারকা শাহরুখ খানের ভক্ত ছিলেন তিনি। তাই শাহরুখের অন-স্ক্রিন চরিত্র রাহুলের নামানুসারে ছেলের নামকরণ হয়েছিল।

   

তাঁর কথায়, “‘আমার নাম সম্পর্কে আমার মা বলেছিলেন, তিনি শাহরুখ খানের বড় ভক্ত ছিলেন। নয়ের দশকে রাহুল নামে শাহরুখ খান অনেক ছবিতে অভিনয় করেছিলেন। তাই আমার নাম রাখা হয়েছিল রাহুল। মা-ই নামটা রেখেছিলেন। তবে পরে জানতে পারি, সেটা একেবারে মিথ্যে কথা।” তাঁর সংজোযন, “আমার এক বন্ধু আমাকে জানায়, ১৯৯৪ সালে শাহরুখ খানের সিনেমায় প্রথম তাঁর নামকরণ হয় রাহুল। এদিকে ১৯৯২ সালে আমার জন্ম। তাই শাহরুখের অন স্ক্রিন নামানুসারে আমার নামকরণ, এটা একেবারে ভুল কথা। তখন আমি মাকে জিজ্ঞেস করি আসল সত্যিটার ব্যাপারে। মা তখন বলে, ছাড় না। এখন আর কী আসে যায় !”

নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (LSG)-র অধিনায়ক রাহুল। রাহুল জানান, “তাঁর বাবা সুনীল গাভাসকরের বড় ভক্ত ছিলেন। যেহেতু গাভাস্কার তার ছেলের নাম রোহন রেখেছিলেন, তাই আমার বাবাও ছেলের নাম ‘রোহন’ রাখতে চেয়েছিলেন। কিন্তু বাবা রোহনকে রাহুল শুনে গুলিয়ে ফেলেন। তাই আমার নাম রোহন রাখতে গিয়ে ভুল করে রাহুল রেখে ফেলেন।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন