Mohun Bagan: মোহনবাগানে যুর্গেন ক্লিন্সম্যান? জানুন সম্ভাবনা কতটা

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কোচ কে হতে পারেন সে ব্যাপারে জল্পনা জারি রয়েছে। নতুন মরসুমে লোপেজ হাবাস কোচ থাকবে কি না সে ব্যাপারে নিশ্চিয়তা…

jurgen klinsmann

short-samachar

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কোচ কে হতে পারেন সে ব্যাপারে জল্পনা জারি রয়েছে। নতুন মরসুমে লোপেজ হাবাস কোচ থাকবে কি না সে ব্যাপারে নিশ্চিয়তা নেই। তাঁর বয়স ও স্বাস্থ্য চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। হাবাস প্রশিক্ষকের দায়িত্ব গ্রহণ না করলে সবুজ মেরুন ব্রিগেডের হেড কোচ কে হবেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ময়দানে। সোশ্যাল মিডিয়ায় রোই মধ্যে ভেসে উঠেছে যুর্গেন ক্লিন্সম্যানের নাম।

   

আন্তর্জাতিক ফুটবল মহলে যুর্গেন ক্লিন্সম্যান সুবিদিত নাম। ফুটবল কেরিয়ারের পর কোচিং কেরিয়ারেও বেশ কিছু সাফল্য পেয়েছেন বর্ষীয়ান কোচ। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের দায়িত্বে ছিলেন। ক্লিন্সম্যানের সঙ্গে দক্ষিণ এশিয়ার যোগসূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়াচ্ছে, তিনি হতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টের আগামী দিনের কোচ. সত্যি কি তাই?

যুর্গেন ক্লিন্সম্যানকে জার্মান ফুটবলের কিংবদন্তি বলা যেতে পারে। ১৯৯৫ সালে হয়েছিলেন ব্যালন ডি অর রানার্স আপ, তাঁর নাম রয়েছে ফিফা ১০০ তালিকায়। কোচিং কেরিয়ারে জিতেছেন কনকাকাফ গোল্ড কাপ। ২০০৬ সালের বিশ্বকাপে জার্মানিকে নিয়ে গিয়েছিলেন তৃতীয় স্থান পর্যন্ত। এমন একজন হাইপ্রোফাইল কোচ কি আসবেন ভারতীয় ক্লাবের কোচ হিসেবে?

দল বদলের বাজারে জল্পনার ঘনঘটা। যুর্গেন ক্লিন্সম্যান মোহনবাগানের কোচ হতে পারেন কি না সে ব্যাপারে খতিয়ে দেখতে শুরু করেছেন ভারতীয় ফুটবল প্রেমীদের কেউ কেউ। আপাতত এ ব্যাপারে পোক্ত কোনো দাবি পাওয়া যায়নি। যুর্গেন ক্লিন্সম্যান মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হতে পারে, এই দাবি আপাতত রয়েছে গুজবের স্তরে।