IND-PAK: ভারত-পাকিস্তানের মারকাটারি লড়াই, এশিয়ার সেরা কে?

ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকি (Junior Asia Cup Hockey) প্রতিযোগিতার ফাইনাল। ম্যাচ ঘিরে টান টান উত্তেজনা। গতবারের চ্যাম্পিয়ন ভারত। এবার ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। (IND-PAK) খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৯ টায়। এবারের প্রতিযোগিতায় দুই দেশই অপরাজিত হয়ে ফাইনালে এসেছে।

জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের শক্তিশালী খেলা অব্যাহত রয়েছে। সেমিফাইনালে একতরফা ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৯-১ গোলে হারিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারতীয় হকি দল।

   

পাক দলও শক্তি দেখিয়ে সেমিফাইনালে মালয়েশিয়াকে ৬-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। গ্রুপ ম্যাচে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছিল, যেখানে উভয় দলই একটি করে গোল করেছিল।

সেমিফাইনাল ম্যাচে ভারতীয় দলের জয়ের নায়ক ছিলেন ধামি ববি সিং, যিনি হ্যাটট্রিক করে ভারতের জয়ের ব্যবধান বাড়িয়েছিলেন। তিনি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন