Mohun Bagan: দলের পরিবেশ নিয়ে মুখ খুললেন ফেরান্ডো

অনেক জলঘোলা হওয়ার পর মুখোমুখি হতে চলেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট ও বসুন্ধরা কিংস। ম্যাচ আদৌ হবে কি না সেটা নিয়েই সংশয় ছিল।…

Juan Ferrando

অনেক জলঘোলা হওয়ার পর মুখোমুখি হতে চলেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট ও বসুন্ধরা কিংস। ম্যাচ আদৌ হবে কি না সেটা নিয়েই সংশয় ছিল। শেষ পর্যন্ত খেলা হবে। ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসী দেখিয়েছে বাগানের হেড কোচ হুয়ান ফেরান্ডোকে (Juan Ferrando)।

বর্তমান ফর্মের বিচারে অনেকেই মোহন বাগান সুপার জায়ান্টকে খানিকটা এগিয়ে রাখতে পারেন। তবে বসুন্ধরা কিংসকে খুব বেশি পিছিয়ে রাখার উপায় নেই। তারা এর আগে হারিয়েছে ওড়িশা এফসিকে। বাগানের মতো কিংসের বিদেশি ব্রিগেড বেশ শক্তিশালী। AFC কাপের ম্যাচে ছয় জন করে বিদেশি ফুটবলারকে প্রথম একাদশে রাখার নিয়ম রয়েছে। দুই দলই তাদের স্কোয়াডের সেরা বিদেশি ফুটবলারদের নিয়েই মাঠে নামতে চাইবে।

আরও পড়ুন: Mohun Bagan: শেষের পথে কিয়ান নাসিরির সঙ্গে বাগানের চুক্তি, এরপর?

মোহন বাগান সুপার জায়ান্টের বিদেশি লাইন আপ কিছুটা এরকম হতে পারে- রক্ষণভাগে ব্রেন্ডান হ্যামিল, হেক্টর ইউস্তে, মাঝ মাঠে হুগো বুমোস, আক্রমণে আরমান্দো সাদিকু, জেসন কামিংস ও দিমিত্রিয়স পেট্রাটস। আর্মেনিয়ার জাতীয় দলের ফুটবলার সাদিকুর ফর্ম সম্প্রতি কিছুটা চিন্তার কারণ হয়ে উঠেছে।

সাংবাদিক সম্মেলনে হুয়ান বলেছেন, “একটা লম্বা ছুটি কাটিয়ে আমরা মাঠে নামছি ঠিকই। তবে ছুটিতে প্রতিদিনই আমরা কঠোর অনুশীলন করেছি। দল এখন ভাল অবস্থায় রয়েছে। এএফসি কাপ-কে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। দলের পরিবেশ খুবই ভাল। আমরা তিন পয়েন্টের জন্যই মাঠে নামব।”