সহালের ভালো খেলার পিছনে চারজনের অবদানের কথা বললেন ফেরান্দো

সবুজ মেরুন জার্সি (Mohun Bagan) পরে সহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad) যে এতটা নজরকাড়া ফুটবল খেলবেন সেটা হয়তো অনেকেই আশা করেননি। যত সময় যাচ্ছে…

Juan Ferrando Sahal Abdul Samad

সবুজ মেরুন জার্সি (Mohun Bagan) পরে সহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad) যে এতটা নজরকাড়া ফুটবল খেলবেন সেটা হয়তো অনেকেই আশা করেননি। যত সময় যাচ্ছে তত সামাদের খেলা যেন আরো খুলছে। এ জন্য মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্দোকে (Juan Ferrando) ধন্যবাদ জানিয়েছেন সামাদ। পাল্টা মন্তব্য করেছেন স্প্যানিশ কোচ।

মাঝমাঠ থেকে সামাদের একক দৌড়, প্রতিপক্ষ ফুটবলারদের ড্রিবল করে গোলের পাশ বাড়ানো মুগ্ধ করেছে ফুটবল প্রেমীদের। অনেকে ইউরোপে খেলা ফুটবলারদের সঙ্গে তার তুলনা করতে শুরু করেছেন। পুরনো ক্লাবের হয়েই এতটা ভালো খেলেননি তিনি। হঠাৎ কোন মন্ত্রে বদলে গিয়েছে সামাদের খেলা। ফুটবলারের সহজ কথা, গুরু মন্ত্র।

   

সহাল আব্দুল সামাদ বলেছেন, “কোচই (হুয়ান ফেরান্দো) আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন আক্রমণে এতটা আগ্রাসী হয়ে ওঠার জন্য। শুধু আক্রমণ নয়, মাঝমাঠে নেমে বল নিয়ন্ত্রণে রাখারও চেষ্টা করেছি। স্বাধীন ভাবে খেলার সুযোগ পাচ্ছি এই দলে। সে জন্যই ক্রমশ উন্নতি করতে পারছি। আমার নিজের খেলায় আমি খুশি।”

বাগান কোচ অবশ্য কৃতিত্ব দিলেন তার ছাত্রকেই। সেই সঙ্গে ছাত্রের সতীর্থদের। হুয়ানের কথায়, “এ জন্য ওর নিজের যেমন নিরলস চেষ্টা ও পরিশ্রম রয়েছে, তেমনই ওর সতীর্থরাও ওকে খুব সাহায্য করে। গ্ল্যান, থাপা, হামতে, অভিষেক ওকে নিজের সেরা জায়গায় আসতে অনেক সাহায্য করেছে। এখন আমাদের চেষ্টা করতে হবে, মরশুমের বাকি সময়েও যে ও নিজের এই ফর্ম ধরে রাখতে পারে।”