তিনটে ভুল, পাঁচটা গোল: ফেরান্দো

সোমবার (২৭ নভেম্বর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ওড়িশা এফসির কাছে ৫-২ গোলে হেরে ২০২৩-২৪ এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল মোহন বাগান (Mohun Bagan) সুপার…

Juan Ferrando

সোমবার (২৭ নভেম্বর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ওড়িশা এফসির কাছে ৫-২ গোলে হেরে ২০২৩-২৪ এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। মেরিনার্সকে তাদের রক্ষণাত্মক ভুলের জন্য মূল্য দিতে হয়েছে এই ম্যাচে। এবং এই পরাজয়ের সাথে তাদের আর গ্রুপ ডি শীর্ষে থাকার কোনও সুযোগ নেই।

Advertisements

হুয়ান ফেরান্দো এই ফলাফলে হতাশ। ম্যাচের পর তিনি পরে বলেছেন, ‘আমাদের কিছু সমস্যা ছিল, কিছু খেলোয়াড় ১০০% ফিট ছিল না এবং অন্যরা চোটের কারণে খেলছিল না। এটা ফুটবলের একটা অংশ। এ ক্ষেত্রে আমরা হতাশ। এই মুহুর্তে আমরা পরের ম্যাচের কথা ভাবছি যা চার দিনের মধ্যে হবে।’

Advertisements

বসুন্ধরা কিংসকে মাজিয়া এসঅ্যান্ডআরসি’র বিপক্ষে ম্যাচ জেতার পর ব্যক্তিগত ভুলের মূল্য দিতে হয়েছে বলে মনে করেন ফেরান্দো। তিনি বলেন, ‘ওয়ার্মআপের সময় আমরা দেখেছি বসুন্ধরা স্কোর ২-১ এ পরিবর্তন করেছে। সে সময়কার পরিস্থিতি সবাই জানত। আমরা নিজেদের নিয়ে ভাবার চেষ্টা করেছি এবং আমাদের কাজগুলো ঠিক করে করার চেষ্টা করেছি। তিনটি ভুলের কারণেই আমরা গোল হজম করেছি। এএফসি কাপে আমাদের অন্যদের পারফরম্যান্সের ওপর নির্ভর করতে হবে। আমরা যখন আইএসএলে খেলি তখন ব্যাপারটা অন্যরকম।

“ম্যাচের আগে সবাই দেখেছিল মাজিয়া ১-০ গোলে এগিয়ে আছে। কিন্তু দুই মিনিটের মধ্যেই স্কোর পাল্টে দেয় তারা। সেই ম্যাচ নিয়েও আমাদের মনের মধ্যে অনেক কিছু চলছিল। জানতাম ম্যাচটা জিততে হবে, পরের রাউন্ডে যাওয়ার জন্য আমাদের জিততে হবে ম্যাচটা।’