Juan Ferrando: ফেরান্দোর কোচিং ভবিষ্যৎ ঠিক করল এটিকে মোহনবাগান টিম ম‍্যানেজমেন্ট

Coach Juan Ferrando is unlikely to have it at the start of the ATK Mohun Bagan trial

চলতি মরশুমে ১৩ ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আইএসএলের লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে সবুজ-মেরুন ব্রিগেড। এর ফলে তাদের লিগ শিল্ড জেতা কার্যত কঠিন হয়ে গেছে। তাই এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) বাদবাকি ম‍্যাচ গুলি জিতে লিগ শিল্ড জেতার আশা জিইয়ে রাখার জন্যে মরিয়া।

অন‍্যদিকে এটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্ট পরের মরশুমে লিগ শিল্ড জেতাটাকে পাখির চোখ করতে এখন থেকেই একটি ভালো দল গঠন করার কাজ শুরু করেছে।কোচ জুয়ান ফেরান্দোর পরামর্শ নিয়ে এটিকে মোহনবাগান টিম ম‍্যানেজমেন্ট দলের ফাক ফোকর ঢাকতে বিশেষ উদ‍্যোগী হয়েছে, এবং তেমন ভাবে দল গঠন করার চেষ্টা করছে ।

   

চলতি মরশুমে কোচ জুয়ান ফেরান্দোর সাথে চুক্তি শেষ হচ্ছে এটিকে মোহনবাগানের ।তার এবারের পারফরম্যান্স তেমন বিশেষ একটি ভালো নয়।তাই তাকে রাখা হবে কিনা সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে।দলে প্রপার বক্স স্ট্রাইকার না নেওয়ায় এটিকে মোহনবাগানের কোচের উপর চটেছে সবুজ মেরুন সমর্থকরা।তারা চাইছেন কোচ বদল।তবে শোনা যাচ্ছে ম‍্যানেজমেন্ট তার সাথে আরও একবছর চুক্তি বাড়াতে চলেছে।এখনই তার উপর থেকে আস্থা হারাচ্ছে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন