চলতি মরশুমের শুরুটা যথেষ্ট ভালো হলেও বর্তমানে একেবারেই ছন্দে নেই মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গত এএফসি কাপের দ্বিতীয় লেগের ম্যাচে কিংস এরিনায় বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের কাছে পরাজিত হতে হয়েছে তাদের। তবে সেই ম্যাচে লিস্টন কোলার গোলে সবুজ-মেরুন ব্রিগেড এগিয়ে থাকলেও পরবর্তীতে আর সেই পারফরম্যান্স ধরে রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে।
যার দরুণ অ্যাওয়ে ম্যাচে পরাজিত হতে হয় তাদের। সেই ম্যাচে হারার দরুণ এএফসি কাপের মতো টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়া কার্যত অসম্ভব হয়ে ওঠে মেরিনার্সদের। তবে এরপরে ও ওডিশা ম্যাচের দিকে নজর ছিল সকলের। কিন্তু সেখানে ও খুব একটা সুবিধা করতে পারেননি কলকাতা ময়দানের এই প্রধান।
নিজেদের ঘরের মাঠে ওডিশা এফসির বিপক্ষে হুগো বুমোসের করা গোলে মোহনবাগান এগিয়ে থাকলে তা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। যার দরুণ বসুন্ধরা ম্যাচের হতাশা কাটিয়ে ওঠা আর সম্ভব হয়নি তাদের। এর বদলে ৫-২ গোলের বিরাট ব্যবধানে তাদের পরাজিত হতে হয় এই ম্যাচ। যারফলে, ছিটকে যেতে হয় সেই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট থেকে। একটা সময় যাদের আটকাতে কার্যত ছক কষতে হচ্ছিল প্রতিপক্ষ দলগুলিকে, এক ম্যাচ বাকি থাকতে তারাই ছিটকে গেল এবার। যা নিয়ে হতাশ সকলেই। তবে এবার সেই অতীত ভুলে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য বাগান ব্রিগেডের। সেজন্য এবার দলের অনুশীলনে বাড়তি নজর দিচ্ছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ।
আগামীকাল ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে মোহনবাগান। সেজন্য আগেই ওডিশা উড়ে গিয়েছে গোটা দল। তবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে দল যে বদ্ধপরিকর তা কিন্তু বলাই চলে। বিশেষ করে দলের প্রেস কনফারেন্স থেকে তেমনটাই উঠে গিয়েছে এবার। আপফ্রন্টে আর্মান্দো সাদিকুর পাশাপাশি অজি তারকা জেসন কামিন্সকে রেখেই হয়ত ম্যাচের শুরু করবেন ফেরেন্দো। পাশাপাশি হুগো বুমোস ও সাহালদের উপর থাকবে বাড়তি দায়িত্ব। অন্যদিকে, আনোয়ার আলীর মতো ডিফেন্ডার চোটের কারনে মাঠের বাইরে থাকলেও ব্রান্ডন হ্যামিল ও হেক্টর ও শুভাশিস বোসের উপর থাকবে বাড়তি চাপ।