গত বৃ্হস্পতিবার, ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ(ISL) মরসুমের জন্য ইমামি ইস্টবেঙ্গল এফসির জার্সির ফাস্ট লুক সামনে এসেছে দক্ষিণ কলকাতার এক বারোয়ারি দুর্গোপুজোর মণ্ডপে। লাল হলুদ ফুটবলারেরা চতুর্থী থেকেই দুর্গোপুজোর (Durga Puja)আনন্দ উল্লাসে গা ভাসিয়েছে স্পনসর বিতর্ককে সঙ্গে নিয়ে।
প্রসঙ্গত,ইমামি ইস্টবেঙ্গলের নতুন প্রিন্সিপাল স্পনসর হল 1XBAT sporting lines। এটি একটি অনলাইন জুয়া(বেটিং এবং গ্যামলিং ওয়েবসাইট) পরিচালন প্রতিষ্ঠান। এই খবর সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে ফুটবল মহল জুড়ে।
আর শুক্রবার, চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগান শিবির মহাপঞ্চমীতে নেমে পড়েছে দুর্গোপুজোর আনন্দে গা ভাসাতে। দুর্গোপুজোর আবহে হেডকোচ হুয়ান ফেরান্দো সমর্থকদের উদ্দ্যেশে বলেন, “আমি জানি এই দিনগুলো স্পেশাল দিন।দুর্গোপুজোর জন্য আমি সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা সকলে আনন্দে দিনগুলো উপভোগ করুন। সবুজ মেরুন টিমের ক্যাপ্টেন প্রতীম কোটালের কথায়, “আজ মহাপঞ্চমী।সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সকলে পরিবারের সাথে দুর্গোপুজো ভালভাবে কাটান।
একইভাবে সবুজ মেরুন ফুটবলার ফ্লোরেন্টিন পোগবা, “সকলকে পুজোর আন্তরিক অভিনন্দন।”এই নিয়ে গত ISL’র দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে হ্যাটট্রিক বয় কিয়ান নাসিরির, “দুর্গোপুজোয় সকলে মিলে আনন্দ করুন,হ্যাপি দুর্গোপুজো।”
উল্লেখ্য যে, ইমামি ইস্টবেঙ্গল এফসি কলকাতা লিগের সুপার সিক্স পর্বে খেলছে,অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ মেরুন শিবির লিগে খেলছে না।FSDL কলকাতা লিগের সুপার সিক্স পর্ব খেলার অনুমতি দেয়নি এমনই যুক্তি খাঁড়া করেছেন ATK মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।যদিও সবুজ মেরুন জনতা প্রিয় দলের লিগ না খেলার সিদ্ধান্তে হতাশ। টানা তিন বছর(করোনা কাল) মেরিনার্সরা কলকাতা লিগ খেলেনি। সমর্থকদের আশা ছিল দল লিগ খেলবে,তা না হওয়াতে সবুজ মেরুন সমর্থকরা হতাশার সঙ্গে এই সিদ্ধান্তে অখুশি।