কেরালা ব্লাস্টার্স এফসি দলের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) শীর্ষ স্থানে উঠে এসেছিল ATK মোহনবাগান। কেরালা ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস মিটে হুয়ান ফেরান্দো বলেই ছিলেন,”টুর্নামেন্টের শীর্ষস্থান এবং সেমিফাইনাল দখলের লড়াইতে ওঠা নামাটা নিশ্চিত এবং ইতিমধ্যেই মরসুমে প্রচুর টুইস্ট এবং বাঁক দেখেছে।”
ফেরান্দোর ওই ভবিষৎবাণী মিলে গেল।ISL পয়েন্ট টেবিলে মোহনবাগান এখন তৃতীয়, ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে।চার নম্বরে কেরলা ব্লাস্টার্স এফসি,দুই নম্বরে জামশেদপুর এফসি আর শীর্ষে হায়দরাবাদ এফসি।
প্রসঙ্গত, কেরালার বিরুদ্ধে ম্যাচ ড্র করে হুয়ান ফেরান্দো প্রেস মিটে এসে বলেন,”মাঠে নেমে আমাদের সব সসময়ই তিন পয়েন্ট জেতার মানসিকতা থাকে। তিন পয়েন্ট পাওয়ার কথা ভেবেই দলকে প্রস্তুত করি। সেই তিন পয়েন্ট না এলে তো খারাপ লাগবেই।”আর প্রবীর দাসের লাল কার্ড ইস্যুতে অসন্তুষ্ট ফেরান্দোর জবাব ছিল,”আপনারা দেখে নিতে পারেন। আমার মতে, ট্যাকলটা অসাধারণ ছিল। তবে প্রবীরের প্রতিক্রিয়াও সঠিক ছিল না। রেফারিরা খেলোয়াড়দের সুরক্ষিত না রাখতে পারলে, তা ভাল লাগে না।”
ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো খুব ভালোই জানেন টুর্নামেন্টের বয়স যত গড়াবে দলের ‘তুরুপের তাস’দের ফাঁকফোকর তত বেশি করে প্রতিপক্ষের চোখে ধরা পড়বে, দিনের আলোর মতো। তাই ছোটখাটো বদল ঘটিয়েই ISL অভিযান চালিয়ে যেতে হবে। তাই ২৪ ফেব্রুয়ারি, তিলক ময়দানে ওডিশা এফসি’র বিরুদ্ধে কেরালা ম্যাচের সেট আপে ছোট বদল করিয়েই বাজিমাৎ করার টার্গেট লক করার লক্ষ্যে এগিয়ে চলেছেন হুয়ান ফেরান্দো।