PJN: “অ্যাসিড টেস্টে”র মুখোমুখি মেরিনার্সদের হেডস্যার হুয়ান ফেরান্দো

Juan Ferrando

রবিবার ফর্তোদরা PJN স্টেডিয়ামে ATK মোহনবাগান খেলতে নামবে, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবিলে মেরিনার্সরা ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এখনও তিন নম্বরে টিকে রয়েছে। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি ১৮ ম্যাচে ২৬ পয়েন্টে ছ’নম্বরে।

Advertisements

চলতি ISL টুর্নামেন্টে ATK মোহনবাগানকে পয়েন্ট টেবিলের প্রথম চারে জায়গা পাকা রাখতে গেলে রবিবারের ম্যাচ সহ ৩ মার্চ চেন্নাইন এফসি এবং ৭ মার্চ জামশেদপুর এফসির বিরুদ্ধে জিততেই হবে।

ISL লিগ টেবিলের এখন যা পরিস্থিতি তাতে করে সবুজ মেরুন ব্রিগেডের কাছে আসন্ন তিন ম্যাচই হল ‘ডু অর ডাই’ সিচুয়েশন। তিন ম্যাচ জিতলে ৪০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে যাবে। আর যদি নিজেদের শেষ তিন ম্যাচের মধ্যে ড্র বা হারের মুখ দেখতে হয় তাহলে জটিল অঙ্কের মায়াজালে ফেঁসে যাবে মনবীর সিং’রা। শেষ তিন ম্যাচের মধ্যে দুম্যাচে জিতলে লিস্টন কোলাসোরা শেষ চারে গুঁতো খেয়ে উঠবে।

আর শেষ তিন ম্যাচেই যদি হুয়ান ফেরান্দোর ব্রিগেড প্রতিপক্ষের বিরুদ্ধে ড্র করে বসে, তাহলে ISL টুর্নামেন্টে ‘চাতক পাখির’ মতো ATK মোহনবাগানকে চেয়ে থাকতে হবে টুর্নামেন্টের বাকি দলগুলোর স্কোরলাইনের দিকে!

এই প্রসঙ্গে হুয়ান ফেরান্দো প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে বলেছেন,”একটা কথাই বলব। কাল বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ। তাতে তিন পয়েন্ট পাওয়া লক্ষ্য। এর বেশি এখন কিছু ভাবছি না। বাকি সব ভুলে যেতে হবে। অন্য দলের ম্যাচে ফল কী হল, আমাদের পরের ম্যাচ—সব ভুলতে হবে। নিজেদের দল নিয়ে ভাবতে হবে বেশি, অন্য দল নয়।”

Advertisements

সঙ্গে ATK মোহনবাগান হেডকোচ ফেরান্দো সবুজ মেরুন সমর্থকদের আশ্বস্ত করতে গিয়ে প্রতিক্রিয়া, “দলের ছেলেদের ওপর আস্থা রাখা উচিত। সারা মরশুম ধরে ওরা শেষ পর্যন্ত লড়াই করে এসেছে। এখন এই শেষ পর্যায়ে এসে ওদের ওপর আস্থা হারানো উচিত নয়।”

কিন্তু গোল বেধেছে মেরিনার্স ক্যাম্পের ফুটবলারদের ইনজুরি। ISL পয়েন্ট টেবিলে এখন ডু অর ডাই সিচুয়েশনে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো দুশ্চিন্তা সঙ্গে ঘরের ভিতর সবথেকে বড়ো চ্যালেঞ্জ হল খেলোয়াড়দের ইনজুরি পিরিয়ডে বিপিক্ষের বিরুদ্ধে গেমপ্ল্যান সাজানো। দলের খেলোয়াড়দের ইনজুরি ইস্যু চ্যালেঞ্জিং মেনে নিয়ে হুয়ান ফেরান্দোর জবাব,”খুবই কঠিন হয়ে উঠেছে কাজটা। মরশুমের শেষ দিকটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এ সব নিয়ে ভেবে এখন লাভ নেই। এখন কাদের মাঠে নামানো যাবে, সেই নিয়েই বেশি ভাবতে হবে আমাকে। কয়েকজন খেলোয়াড় একাধিক পজিশনে খেলতে পারে। মাঝে মাঝে এমন খেলোয়াড়দের সাহায্য নিতে হয়, যারা নিয়মিত খেলেনি। এটাই এখন আমাদের কাজ। কাদের মাঠে নামানো যায়, সেই সিদ্ধান্ত নেওয়া।” 

বেঙ্গালুরু এফসির হেডকোচ মার্কো পেজাইউলি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে সাফ বুঝিয়ে দিয়েছে যে,”এটিকে এমবি লিগের অন্যতম সেরা দল। তাদের উন্নত মানের খেলোয়াড় আছে, কিন্তু আমাদের নিজেদের ওপর ফোকাস করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ ৯০ মিনিটের খেলা। আমরা ওড়িশাকে হারিয়েছি, এবং ওড়িশা তাদের সাথে ড্র করেছে যাতে দেখায় আমরা কতটা শক্তিশালী।” সব মিলিয়ে রবিবারের ম্যাচ এবং ৩ মার্চ চেন্নাইন এফসি, ৭ মার্চ জামশেদপুর এফসি ম্যাচ হয়ে উঠেছে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে “অ্যাসিড টেস্ট।”