ডার্বি জিতেছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ঘরে ট্রফি তুলেছে ক্লাব। আনন্দে মাতোয়ারা সবুজ মেরুন জনতা। টুর্নামেন্ট জয় মানে তো আর শুধু ট্রফি নয়, থাকে আকর্ষণীয় প্রাইজ মানি। Durand Cup জিতে কতো টাকার প্রাইজ মানি পাচ্ছে মোহন বাগান সুপার জায়ান্ট? শুনলে চমকে যাবেন।
কোনো দল ছাড়াও ব্যক্তিগতভাবে ফুটবলাররাও পুরস্কার জিতেছেন। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের জন্য রয়েছে আলাদা আলাদা পুরস্কার। প্রাইজ মানির পরিমাণ সবার ক্ষেত্রে সমান নয়। ইস্টবেঙ্গলও দল হিসেবে মোটা অংকের অর্থ পাচ্ছে। কারণ তারা রানার্স হয়েছে। মোহন বাগান সুপার জায়ান্ট চ্যাম্পিয়ন, তাই ইস্টবেঙ্গলের থেকে বেশি অর্থ লাভ করবে সে কথা বলার অপেক্ষা রাখে না।
এবারের ডুরান্ড কাপে মোট ১ কোটি ২ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। টুর্নামেন্টের সেরা ফুটবলার, সেরা গোলদাতা এবং সেরা গোলকিপার পেয়েছেন ৪ লক্ষ টাকা। তিনজনকেই সমান অংকের টাকা দেওয়া হয়েছে। মোহন বাগান সুপার জায়ান্টের বিশাল কাইথ Durand Cup ২০২৩- এর সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন। ফলে ব্যক্তিগতভাবে তিনি জিতে নিয়েছেন ৪ লক্ষ টাকার পুরস্কার। দল হিসেবে মোহনবাগান কতো পেল?
ইস্টবেঙ্গল Durand Cup ২০২৩ রানার্স দল। দ্বিতীয় স্থান অধিকার করায় তারা জিতে নিয়েছে ৩০ লক্ষ টাকা। চ্যাম্পিয়ন মোহন বাগান সুপার জায়ান্ট পেয়েছে দ্বিগুণ পরিমাণ অর্থ। Durand Cup জেতার সুবাদে তাদের নামে ৬০ লক্ষ টাকার পুরস্কার অর্থ।