ডার্বি ম্যাচে মৃত ইস্টবেঙ্গল ভক্তের পরিবারের হাতে আর্থিক সহায়তা দেওয়া হবে

East Bengal fan

চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের ডার্বি ম্যাচ হয়েছিল ২৯ অক্টোবর। সূত্রে জানা গিয়েছে, হাইপ্রেসার ওই গেম চলাকালীন মৃত ইস্টবেঙ্গল ভক্ত জয়শঙ্কর সাহার পরিবারের হাতে ১ লক্ষ ৩০ হাজার টাকার তহবিল তুলে দেওয়া হবে। বাগুইআটির বাসিন্দা ইস্টবেঙ্গল ভক্ত যুবভারতী স্টেডিয়ামে   হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।ময়দান জুড়ে শোকের ছায়া নেমে আসে।

ডার্বি ম্যাচের দ্বিতীয়ার্ধে হঠাৎ অসুস্থ বোধ করেন জয়শঙ্কর এবং গ্যালারিতে লুটিয়ে পড়েন।জয়শঙ্করের বন্ধুরা পুলিসের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩৮ বছরের জয়শঙ্কর সাহাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা সামনে আসার পর ইস্টবেঙ্গল এফসি এবং ATKমোহনবাগান টিমের খেলোয়াড়রাও শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়।

   

এমনকি দু’দলের বিদেশী ফুটবলারেররাও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে পড়ে।ঘটনার জেরে ইস্টবেঙ্গল ম্যাচ চলাকালীন বিশেষ সহায়তার জন্য আপাৎকালীন গাড়ির ব্যবস্থা করা হয়েছে এই ধরনের অনভিপ্রেত ঘটনাকে এড়ানোর জন্য

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন