Mohun Bagan: এটিকে’র পর মোহনবাগানেও হয়তো এই সুবিধা পাবেন মোলিনা

নতুন মরসুমের জন্য মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) নতুন কোচ। কলকাতার ক্লাবের দায়িত্ব নিতে চলেছেন হোসে মোলিনা (Jose Molina)। এর আগে ইন্ডিয়ান সুপার লিগে এটিকে…

JOSE MOLINA Mohun Bagan

নতুন মরসুমের জন্য মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) নতুন কোচ। কলকাতার ক্লাবের দায়িত্ব নিতে চলেছেন হোসে মোলিনা (Jose Molina)। এর আগে ইন্ডিয়ান সুপার লিগে এটিকে এফসির হয়ে প্রধান কোচের ভূমিকা পালন করেছিলেন। এবার তিনি মোহনবাগান সুপার জায়ান্টের কোচ। এটিকে-র হয়ে সফল পেয়েছিলেন।

CFL: হরিপালের প্রিয়ঙ্কর খেলেছেন গোয়ায়, এবারেও টালিগঞ্জে

   

এটিকে-কে ২০১৬ সালে ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি জিতিয়েছিলেন। এখন ২০২৪। মাঝের এই কয়েক বছরে ভারতীয় ফুটবলে এসেছে অনেক পরিবর্তন। অনেক ফুটবলার এসেছেন, কেউ তারকা বনেছেন, কেউ হারিয়ে গিয়েছেন। এবারেও কি নিজের অধীনে থাকা দলকে সাফল্য এনে দিতে পারবেন হোসে মোলিনা?

২০১৬ সালের এটিকে ও আসন্ন মরসুমের মোহনবাগান সুপার জায়ান্টের স্কোয়াডের মধ্যে অন্তত একটি মিল হয়তো থাকছে। সেটা হল আক্রমণভাগ। ‘১৬ সালের এটিকের আক্রমণভাগ ছিল তারকাখচিত। ইয়ান হিউম, হেল্ডার পোস্তিগা জুটিকে কাজে লাগাতে চেয়েছিলেন মোলিনা। সেই সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন দ্রুত গতির সামিঘ দ্যুতিকে। তিন ফুটবলারের খেলার ধরণ ভিন্ন।

Dimitrios Diamantakos East Bengal: ‘খেলা’ জমিয়ে দিমিত্রি বললেন ‘আমি লাল হলুদ’

দ্যুতির গতি, হিউমের ওয়ার্ক লোড, পোস্তিগার অভিজ্ঞতা। মোহনবাগান সুপার জায়ান্টের স্কোয়াডও তারকাখচিত। একাধিক আক্রমভাগও হেভিওয়েট হবে বলে আশা করা হচ্ছে। দিমি পেত্ৰাতস থাকছেন, সেই সঙ্গে জেসন কামিন্স। জল্পনা সত্যি হলে সবুজ মেরুন জার্সিতে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ান ফুটবল লিগের কিংবদন্তিতে জেমি ম্যাকলারেনকে। ২০১৬ সালের মতো ২০২৪-২৫ মরসুমেও স্প্যানিশ কোচের হাতে থাকতে পারে ত্রিফলা আক্রমণভাগ করার সুযোগ।