Jordan O’Doherty: ইস্টবেঙ্গলকে চাপে ফেলতে পারে জর্ডনের দুর্বলতা

ইষ্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশি অর্থাৎ এশিয়ান কোটার বিদেশি ফুটবলার হিসেবে নেওয়া হচ্ছে জর্ডন ও’দোহার্তিকে‌ (Jordan O’Doherty)। এই ইতিমধ্যে জেনে গেছে লাল হলুদ সমর্থক’রা। Advertisements জন্মসূত্রে স্প‍্যানিশ…

Jordan O'Doherty

ইষ্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশি অর্থাৎ এশিয়ান কোটার বিদেশি ফুটবলার হিসেবে নেওয়া হচ্ছে জর্ডন ও’দোহার্তিকে‌ (Jordan O’Doherty)। এই ইতিমধ্যে জেনে গেছে লাল হলুদ সমর্থক’রা।

Advertisements

জন্মসূত্রে স্প‍্যানিশ এই ফুটবলার চার বছর বয়সে এসেছিলেন অস্ট্রেলিয়ায়।এরপর এদেশে তার ফুটবলে হাতেখড়ি হয় ফুটবলে। মাঝমাঠের যেকোনো পজিশনে খেলতেই সমান সাবলীল জর্ডান। আক্রমণাত্মক মিডফিল্ডার থেকে রক্ষণাত্মক মিডফিল্ড,সবেতেই সমান সাবলীল তিনি।

   

ইতিমধ্যে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে,বল দখলে রাখার বিষয়ে দারুণ সাফলতা আছে তার।স্ন‍্যাচার হিসেবে চূড়ান্ত সাবলীল জর্ডান।তবে পাসিং এবং ডিস্ট্রিবিউশনে তেমন একটা কার্যকর নন,যেটা তার খেলার সবচেয়ে বড় সমস্যা।

২০২০ সালে এসিএল ছেড়ে জর্ডানের।সেই সময় ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে খেলছিলেন তিনি।চোট পাওয়ার পর ওই মরশুমে আর মাঠে নামা হয়নি তার।সেই সময় মাঠে স্বাভাবিক ছন্দে ফের ফিরতে পারবেন কিনা, তা নিয়ে নিজেই সংশয় ছিলেন জর্ডান।

চোট হারিয়ে নিউক্যাসেল জেটসে সই করেন, কিন্তু সেখানে একেবারেই ছন্দে ছিলেন না এই ফুটবলার।ক্লাবের হয়ে ১৮ ম‍্যাচ খেললেও গোল,অ্যাসিস্ট কোনও টাই করতে পারেননি।

ইতিমধ্যে ভারতে আসার ভিসার আবেদন করেছেন এই ফুটবলার।দলের মাঝমাঠ সামলাবেন লিমার সাথে ।তিনি কতোটা কার্যকর ফুটবল খেলেন লাল হলুদের হয়ে,এবার নজর থাকবে সেই দিকে।