East Bengal : চিন্তায় রাখছে জর্ডনের পুরনো চোট

ডুরান্ড কাপের প্রথম ম্যাচের দিন জানা গিয়েছে ষষ্ঠ বিদেশির নাম। ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) ষষ্ঠ বা এশিয়ান কোটার বিদেশি অস্ট্রেলিয়ার জর্ডন ও’দোহার্টি। (Jordan O’Doherty) প্রোফাইল…

Jordan O'Doherty

ডুরান্ড কাপের প্রথম ম্যাচের দিন জানা গিয়েছে ষষ্ঠ বিদেশির নাম। ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) ষষ্ঠ বা এশিয়ান কোটার বিদেশি অস্ট্রেলিয়ার জর্ডন ও’দোহার্টি। (Jordan O’Doherty) প্রোফাইল আহামরি কিছু নয়। তবে ভালো কিছু আশা করা যেতে পারে।

জর্ডন ও’দোহার্টির বয়স খুবই কম। ইস্টবেঙ্গলের হয়ে ক্লিক করে গেলে আগামী দিনে ক্লাবের সম্পদ হতে পারেন তিনি। ইউটিউবে তাঁর খেলার বেশ কিছু ভিডিও ফুটেজ রয়েছে। সেখান থেকে মোটামুটি জর্ডনের খেলার ধরণ কেমন সেটা অনুমান করা যেতে পারে। চিন্তার বিষয় তাঁর পুরনো চোট।

   

তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২০ সালের মাঝামাঝি প্রায় একটা বছর চোট সমস্যায় ভুগেছিলেন জর্ডন। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত, প্রায় ৩৬২ দিন চোটের কারণে বারংবার বিব্রত হতে হয়েছিল তাঁকে।

Advertisements

পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে একটি মাত্র ম্যাচে মাঠে নেমেছিলেন। যদিও ২০২১-২২ মরসুমে নিউক্যাসেল জেটসের হয়ে ফের ধারাবাহিক ফুটবল খেলেছিলেন। জর্ডনের চোট সেরে গিয়েছে বলেই খবর। এদিকে ইমামি ইস্টবেঙ্গলে এখনও পর্যন্ত নেই কোনো ফিজিক্যাল ট্রেনার। জল কাদায় ক্লাবের মাঠের অবস্থা ভালো নয়। তাই চোটের আশঙ্কা থেকেই যায়।