Jordan O’Doherty: অস্ট্রেলিয়ার মাঝমাঠের ফুটবলারের নাম জুড়ল ইস্টবেঙ্গলে

এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি সম্পর্কে একটি বিরাট আপডেট বেড়িয়ে এসেছে। সূত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসেবে বাছাই করা হয়েছে ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ার…

Jordan O'Doherty

এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি সম্পর্কে একটি বিরাট আপডেট বেড়িয়ে এসেছে। সূত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসেবে বাছাই করা হয়েছে ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ার সেন্ট্রাল মিডফিল্ডার জর্ডান ও’ ডোহার্টি’কে (Jordan O’Doherty)।

২৯.১৬ মিলিয়ন বর্তমানে মার্কেট ভ‍্যালু সংশ্লিষ্ট ফুটবলারের।সেন্ট্রাল মিডফিল্ড ছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইংয়ে খেলতে পারেন এই ফুটবলার।

   

অ্যাডিলেডের অনূর্ধ – ২১ দলের হয়ে খেলা শুরু করেছিলেন এই ফুটবলার।২০১৬-১৭ মরশুমে অ্যাডিলেডের মূল দলের হয়েও খেলেছিলেন এই ফুটবলার।২০১৮-১৯ মরশুমে ওয়েস্টার্ন সিডনি ছাড়াও নিউক‍্যাসল’এর হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের।বর্তমানে তিনি ফ্রি এজেন্ট।

Advertisements

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার লিগে ৮৬ টা ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের।ক্লাব কেরিয়ারের মোট ৯১ টা ম‍্যাচে ৪ টি গোল করার পাশাপাশি ১ টি গোল করেছিলেন তিনি। এখন দেখার বিষয় এই ফুটবলার’কে শেষ অবধি ইস্টবেঙ্গল দলে নিতে পারে কিনা।আপাতত গোটা বিষয়টি জল্পনার স্তরে আছে।