Joni Kauko: মোহনবাগানকে এখনও ফলো করছেন কাউকো

জনি কাউকোর (Joni Kauko) সঙ্গে ছিন্ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সম্পর্কে। পেশাদার ফুটবল কেরিয়ারে আবেগের জায়গা অনেকটাই কম। কিন্তু সেটা সব সময় সত্যি…

Joni Kauko Still Following Mohun Bagan

জনি কাউকোর (Joni Kauko) সঙ্গে ছিন্ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সম্পর্কে। পেশাদার ফুটবল কেরিয়ারে আবেগের জায়গা অনেকটাই কম। কিন্তু সেটা সব সময় সত্যি নয়। কেরিয়ার, অর্থ এই সব কিছুর ঊর্ধ্বে যেতে পারে আবেগ বা ‘টান’। ভারতে খেলতে এসেছে অনেক বিদেশি ফুটবলার আবদ্ধ হয়েছেন এখানকার আন্তরিকতায়। মোহনবাগানে খেলে জনি কাউকোও বোধহয় জড়িয়ে পড়েছেন আবেগে।

Mohun Bagan: ডার্বির আগে বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে মোহন-কোচ

   

কয়েক দিন হল ফিনল্যান্ডের জনি কাউকোকে বিদায় জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ক্লাব-ফুটবলারের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার পর তার প্রভাব সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক সময়। সবুজ মেরুন শিবিরকে বিদায় জানানোর পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছিলেন কাউকো। স্পষ্ট ভাষায় বলেছিলেন, মোহনবাগান ও মোহনবাগান সমৰ্থকরা চিরকাল থাকবে তাঁর হৃদয়ে।

জনি কাউকোর ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেখা গেল তিনি এখনও মোহনবাগান সুপার জায়ান্ট প্রোফাইল ফলো করছেন। মোহনবাগান সুপার জায়ান্ট প্রোফাইল থেকে অবশ্য কাউকোকে আর ফলো করা হচ্ছে। এটাই হয়তো পেশাদারিত্ব।

Ansumana Kromah: হাসপাতালে ভর্তি মোহন-ইস্টের প্রাক্তন বিদেশি ফুটবলার

মোহনবাগান সুপার জায়ান্ট থেকে বিদায় নেওয়ার পর ফিন্যান্ডের মিডফিল্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘বিগত বছরগুলোর জন্য মোহনবাগান সুপার জায়ান্টের কোচ, স্টাফ এবং সকল সতীর্থদের কাছে আমি কৃতজ্ঞ। প্রত্যেক সমর্থক যারা আমার কঠিন সময়ে পাশে ছিলেন তাঁদেরকে জানাই ধন্যবাদ। এতো মেসেজ পেয়ে আমি অভিভূত। সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামা আমার জন্য এক গর্বের বিষয়। আমার মনের অনেকটা জুড়ে থাকবে মোহনবাগান।’