Joni Kauko: মোহনবাগানকে নিয়ে কাউকোর পোস্ট, কমেন্ট করলেন তিরি

জনি কাউকোকে (Joni Kauko) বিদায় জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। সামনের মরসুমে ফিনল্যান্ডের ফুটবলারকে আর দেখা যাবে না সবুজ মেরুন জার্সিতে। মোহনবাগান ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন জনি কাউকো।

   

East Bengal: শুরু থেকেই কুয়াদ্রতকে এই কথা বলেছেন প্রভাত!

মোহনবাগান সুপার জায়ান্টকে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন জনি কাউকো। নিজের করা পোস্টে তিনি লিখেছেন, ‘বিগত বছরগুলোর জন্য মোহনবাগান সুপার জায়ান্টের কোচ, স্টাফ এবং সকল সতীর্থদের কাছে আমি কৃতজ্ঞ। প্রত্যেক সমর্থক যারা আমার কঠিন সময়ে পাশে ছিলেন তাঁদেরকে জানাই ধন্যবাদ। এতো মেসেজ পেয়ে আমি অভিভূত। সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামা আমার জন্য এক গর্বের বিষয়। আমার মনের অনেকটা জুড়ে থাকবে মোহনবাগান।’

কাউকোর এই পোস্টার নীচে কমেন্ট করেছেন মনভির সিং, তিরি সহ আরও অনেকে। তিরি লিখেছেন, ‘ইউ আর দ্যা বেস্ট।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Joni Kauko (@kaukojoni)

গত মরসুমের মাঝপথে জনি কাউকো এসে মোহন-তরীর হাল ধরেছিলেন। হুয়ান ফেরান্দোর বদলে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হয়ে এসেছিলেন লোপেজ হাবাস। তিনিই বাগানের আইএসএল দলে কাউকোকে যুক্ত করেন। হুগো বুমোসকে সরিয়ে জনি কাউকোকে স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হয়। তাঁকে মাঠে নামানোর সিদ্ধান্ত সহজ ছিল না। দীর্ঘ দিন পর চোট কাটিয়ে মাঠে নেমেছিলেন কাউকো। মোহনবাগান সুপার জায়ান্টের লিগ শিল্ড জয়ের অন্যতম কারিগর ফিনল্যান্ডের জনি কাউকো।

East Bengal: ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকারকে নিয়ে মিলতে পারে বড় আপডেট

সম্প্রতি সময়ে সবুজ মরুন ব্রিগেডের সাফল্যের পিছনে রয়েছে জনি কাউকোর অবদান। লিগ শিল্ড জয়ের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগ কাপ জিতেছেন মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে। জনি কাউকোর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু টানা নব্বই মিনিট খেলার মতো জায়গায় আছেন কি না সে ব্যাপারে প্রশ্ন থেকে যাচ্ছে। গত মরসুমে ফিনিশ মিডিও কার্যকর ভূমিকা পালন করলেও তাঁকে অনেকটা শ্লথ দেখিয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন