ভারতীয় ফুটবলকে বিদায় জানিয়ে ফিনল্যান্ড ক্লাবে ফিরলেন কাউকো

গত কয়েক সিজন ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে নিজের জাত চিনিয়ে ছিলেন জনি কাউকো (Joni Kauko)। এটিকে মোহনবাগানে অংশগ্রহণের মধ্য দিয়ে প্রথমবার ভারতে খেলতে এসেছিলেন ফিনল্যান্ডের…

Joni Kauko Leaves Indian Football to Join Finland’s FC KTP in Veikkausliiga 2025

গত কয়েক সিজন ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে নিজের জাত চিনিয়ে ছিলেন জনি কাউকো (Joni Kauko)। এটিকে মোহনবাগানে অংশগ্রহণের মধ্য দিয়ে প্রথমবার ভারতে খেলতে এসেছিলেন ফিনল্যান্ডের এই দাপুটে ফুটবলার। সেবার মাঝমাঠ সামাল দেওয়ার পাশাপাশি দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জনি কাউকোর। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই সবুজ-মেরুন শিবিরে ব্রাত্য হয়ে উঠেছিলেন এই দাপুটে ফুটবলার। এছাড়াও দেশা দিয়েছিল চোট আঘাতের সমস্যা। যারফলে বছর কয়েক আগেই তাঁকে বিদায় জানিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। তবে মোহনবাগানের প্রতি ভালোবাসা রয়ে গিয়েছিল যথেষ্ট।

Also Read | জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন লাল-হলুদের তিন ফুটবলার

   

পরবর্তীতে সবাইকে চমকে দিয়ে জনি কাউকোকে দলে টেনে নিয়েছিল বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। প্রথম সিজেনে দল খুব একটা সুবিধা করতে না পারলেও সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত মরসুমে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে আন্তর্জাতিক আদালতের তরফে ঘোষণা করা হয়েছে ইন্টার কাশীর নাম। যারফলে বলতে গেলে ভারতবর্ষের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএল জয় করার পাশাপাশি আইলিগ ও চ্যাম্পিয়ন হয়েছেন এই ফুটবলার। যা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা।

Also Read | মিটল সমস্যা! খুব শিগগির শহরে আসছেন ব্রাইটসহ আরও এক বিদেশি

Advertisements

মনে করা হচ্ছিল নতুন সিজনে ও হয়তো এই দলের হয়েই খেলবেন কাউকো। কিন্তু না। শেষ পর্যন্ত এবার নিজের দেশের ফুটবল লিগেই ফিরে গেলেন জনি কাউকো। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ফিনল্যান্ডের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব এফসি কেটিপির সঙ্গে যুক্ত হয়েছেন এই তারকা। সব ঠিকঠাক থাকলে আপাতত চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সেই দলের হয়েই হয়তো খেলবেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। পরবর্তীতে তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে সেই চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে কেটিপি ফুটবল ক্লাব।

একটা সময় এফসি ইন্টার থেকে উঠে এসেছিলেন এই দাপুটে ফুটবলার। পরবর্তীতে ইউরোপের একাধিক দেশে ফুটবল খেলার পর এসেছিলেন এশিয়ায়। যোগদান করেছিলেন ভারতের ফুটবল ক্লাবে। বছর কয়েক এখানে খেলার পর আবার ফিরে গেলেন নিজের দেশে। সময়ের সাথে সাথে একের পর এক তারকা ফুটবলার সবুজ-মেরিন জার্সিতে ধরা দিলেও জনি কাউকো নিঃসন্দেহে থেকে যাবেন বাগান সমর্থকদের মনের মণিকোঠায়।