সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার ATK মোহনবাগানের (Mohun Bagan) প্র্যাকটিসে ফিরে এলেন জনি কাউকো। সম্প্রতি জনি কাউকো কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কোভিড বিধি মেনে নিভৃতবাসে সঠিক পরিচর্যার মাধ্যমে সুস্থ হয়ে ফের দলের সতীর্থদের সঙ্গে হাসিমুখে ঘাম ঝড়ালেন মিডফ্লিডার জনি কাউকো।
ATK মোহনবাগানের সংক্ষিপ্ত সময়ের টুইট ভিডিও’তে চুটিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে মিডিও জনি কাউকো’কে দলের সঙ্গে।ওই পোস্টের ক্যাপসনে লেখা হয়েছে,” তার ট্রেডমার্ক হাসি 😅🙌🏻 নিয়ে মাঠে ফিরে
@JoniKauko 💚♥️
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon “
বৃ্হস্পতিবার ATK মোহনবাগানের ম্যাচ রয়েছে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে,ফতোর্দার PJN স্টেডিয়ামে। এই ম্যাচে প্রথম একাদশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে জনি কাউকোর। হাইভোল্টেজ ডার্বি ম্যাচ জিতলেও জনি কাউকোর অভাব ধরা পড়ছিল চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, সবুজ মেরুন ব্রিগেডের।
Back on the pitch with his trademark smile 😅🙌🏻@JoniKauko 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/00LxQb8tHe
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 2, 2022
তাই, মুম্বই’র বিরুদ্ধে ম্যাচের আগে মেরিনার্স ক্যাম্পে একটা বড়ো স্বস্তির হাওয়া যে জনি কাউকো সুস্থ হয়ে এবং চনমনে অবস্থাতেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন। তাই মুম্বই ম্যাচের আগে ATK মোহনবাগান শিবির জুড়ে এখন ‘ফিল গুড ফ্যাক্টর’ ফুরফুরে মুক্ত বাতাস বয়ে চলেছে।