জবির গোলে জয়! কলকাতা ফুটবল লিগে অপরাজিত ডায়মন্ড হারবার

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) এবার দারুণ ছন্দে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। বিএসএসের কাছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আটকে যেতে হলেও তৃতীয় ম্যাচে…

Jobby Justin's Goal Keeps Diamond Harbour FC

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) এবার দারুণ ছন্দে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। বিএসএসের কাছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আটকে যেতে হলেও তৃতীয় ম্যাচে এরিয়ান ক্লাবকে হারিয়ে ছন্দে ফিরেছিল এই ফুটবল ক্লাব। সেটাই বজায় থাকল এবার। সূচী অনুসারে আজ বিধাননগর এমএসসি গ্ৰাউন্ডে নিউ আলিপুর সুরুচি সংঘের মুখোমুখি হয়েছিল কিবু ভিকুনার ছেলেরা। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে আসে জয়। ত্রাতার ভূমিকায় জবি জাস্টিন (Jobby Justin )।

ম্যাচের শুরুটা যদিও খুব একটা ভালো ছিল না‌। কিন্তু পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই সক্রিয় হয়ে উঠেছে ডায়মন্ড হারবার। বহুবার গোল করার সুযোগ চলে আসলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি গিরিখদের পক্ষে।

   

পরবর্তীতে গোলের সুবর্ণ সুযোগ চলে আসলেও তা গোলে রাখতে পারেননি রাহুল পাসওয়ান। অপরদিকে প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করে সুরুচিরর ফুটবলাররা। কিন্তু কাজের কাজ হয়নি। অমীমাংসিত ফলাফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধ থেকে ফের চাপ বাড়াতে শুরু করে ডায়মন্ড হারবার এফসি। তবে সুযোগ বুঝেই পাল্টা আক্রমণে উঠে আসতে থাকে প্রতিপক্ষের সৌভিক ঘোষাল। কিন্তু গোলরক্ষকের দক্ষ হাতে আটকে যেতে হয় তাঁকে। শেষে পর্যন্ত ম্যাচের ৬৬ মিনিটের মাথায় আসে গোল।

জবি ও গিরিখের দক্ষতায় গোলের মুখ খুলতে সক্ষম হয় ডায়মন্ড হারবার এফসি। ভাসানো বল থেকে হেড দিয়ে গোল করার চেষ্টা করেন গিরিখ, তা গোলে রাখা সম্ভব না হলেও জবি জাস্টিনদের সক্রিয়তায় বল জালে জড়িয়ে যায়।

পরবর্তীতে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি সুরুচি সংঘের পক্ষে। এক গোলের ব্যবধানেই আসে জয়। এই জয়ের ফলে চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে কলকাতা ফুটবল লিগে গ্ৰুপের তিন নম্বরে উঠে এলো ডায়মন্ড হারবার এফসি। এখনো অপরাজিত থাকল তারা। যা নিঃসন্দেহে স্বস্তি দেবে স্প্যানিশ কোচকে।