East Bengal : দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন জবি জাস্টিন

jobby justin may join east bengal

জবি জাস্টিনকে (jobby justin) কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে ময়দানে। ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal) ফিরে আসতে পারেন, এমন আলোচনা ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে শুরু হয়েছে। যদিও এখনই কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। প্রায় মাস চারেক আগে থেকে জবি জাস্টিনকে নিয়ে শুরু হয়েছিল কানাঘুষো। দুই বছরের চুক্তিতে লাল হলুদ ক্লাবে তিনি যোগ দিতে পারেন বলে অনুমান।

Advertisements

আরও পড়ুন: SSC Scam: আরো কালো টাকার সন্ধানে কলকাতা জুড়ে ফের ইডি হানা শুরু

প্রথমে বিনিয়োগকারী ও পরে ইমামি সংক্রান্ত জল্পনার বাহুল্যতায় মাঝের কয়েক মাস থিতিয়ে গিয়েছিল জবি প্রসঙ্গ। ইমামির সঙ্গে চুক্তি নিশ্চিত হওয়ার পর দল বদলের বাজারে কোমর বেঁধে নেমেছে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে আবার আলোচনা শুরু হয়েছে জবি জাস্টিনকে কেন্দ্র করে। ইস্টবেঙ্গলে খেলে তারকার তকমা পেয়েছিলেন জবি জাস্টিন। হয়ে উঠছিলেন সমর্থকদের নয়নের মণি। জবির পারফরম্যান্স দেখে পরে সই করেছিল এটিকে।

আরও পড়ুন: SSC Scam: বিধানসভায় পার্থের ঘর সিল করে দেওয়া হল

Advertisements

ইস্টবেঙ্গল ত্যাগ করেন জবি। ক্লাব বদল করার পর ভারতীয় ফুটবল মানচিত্র থেকে প্রায় হারিয়ে গিয়েছেন তিনি। খুব বেশি সুযোগ পাননি লাল সাদা জার্সিতে। এটিকে মোহন বাগানের হয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলেও নাম লিখিয়েছিলেন জবি। কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ার পর আর তাঁর কপাল ফেরেনি। হাজার বাতির ইন্ডিয়ান সুপার লিগে খেলেও আঁধারে মালয়ালি এই স্ট্রাইকার।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিস্ফোরক তথ্য অমিতের হাতে দিলেন শুভেন্দু

এ-ও শোনা গিয়েছিল, কলকাতার এক দফতরে চাকরি পেয়েছেন জবি। সেই সূত্র ধরে ময়দানের একাংশ মনে করেছিলেন, লাল হলুদে ভারতীয় ফরোয়ার্ডের আগমণ শুধু সময়ের অপেক্ষা।