এবারের CFL-এ কি খেলবেন জবি জাস্টিন? জেনে নিন

কলকাতা ফুটবল লিগ (CFL) আসন্ন। প্রস্তুতি শুরু করে দিয়েছে টুর্নামেন্টে অংশ নিতে চলা দলগুলো। একাধিক তারকা ফুটবলারকে আবার দেখা যাবে মাঠে। কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে এক…

Jobby Justin cfl

কলকাতা ফুটবল লিগ (CFL) আসন্ন। প্রস্তুতি শুরু করে দিয়েছে টুর্নামেন্টে অংশ নিতে চলা দলগুলো। একাধিক তারকা ফুটবলারকে আবার দেখা যাবে মাঠে। কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে এক সময় খুব নাম করা জবি জাস্টিনও (Jobby Justin) কি খেলতে চলেছেন আসন্ন সিএফএল-এ? জেনে নিন আপডেট।

এবারের কলকাতা ফুটবল লিগেও খেলতে দেখা যাবে জবি জাস্টিনকে। ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলবেন তিনি। দলের সঙ্গে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন অনুশীলন। ডায়মন্ড হারবার এফসরি হয়ে প্র্যাকটিস ম্যাচেও খেলেছেন। সব মিলিয়ে মাঠে নামার জন্য আবার তৈরি হচ্ছে ভারতীয় ফুটবলদের এক সময়কার উদীয়মান তারকার।

   

DHFC: গোলের পর গোল, প্রত্যাশা বাড়াচ্ছে ডায়মন্ড হারবার এফসি

ইতিমধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে ডায়মন্ড হারবার এফসি। দু’টি ম্যাচেই করেছেন বেশ কিছু গোল। কালীঘাট এমএস-এর বিরুদ্ধে ডায়মন্ড হারবার এফসি জিতেছে ৩-২ গোলে। এরিয়ানের বিরুদ্ধে জয়ের ব্যবধান ৬-১। দু’টি ম্যাচেই গোল পেয়েছেন ডায়মন্ড হারবার এফসির দুই অভিজ্ঞ ফুটবলার নরহরি শ্রেষ্ঠা ও রাহুল পাসোয়ান।

গতবারের কলকাতা ফুটবল লিগে ডায়মন্ড হারবার এফসি ভাল পারফরম্যান্স করে দেখিয়েছিল। দল ছিল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। ২০২৩ সালের স্কোয়াডের অধিকাংশ ফুটবলরোকে ধরে রেখেছে ক্লাব। এবারেও ডায়মন্ড হারবারের হয়ে মাঠে নামবেন একাধিক তারকা ফুটবলার। সেই সঙ্গে রয়েছেন একাধিক তরুণ ফুটবলার।

Joni Kauko: মোহন-তরীকে বিদায় জানানোর পথে জনি কাউকো!

কিবু ভিকুনাকে সামনে রেখেই কলকাতা ফুটবল লিগের দল সাজিয়েছে ডায়মন্ড হারবার এফসি। ফুটবলারদের পাশাপাশি আই লিগ জয়ী কোচকে নিয়েও প্রত্যাশা রয়েছে। বাঙালির ফুটবল নিয়ে তিনি ওয়াকিবহাল। ডায়মন্ড হারবার এফসি তাঁর কোচিংয়ে আসন্ন কলকাতা ফুটবল লিগেও ভাল ফলাফল করবে বলে ফুটবল প্রেমীরা আশা করছেন। কিবুর ফুটবল দর্শন কলকাতা ময়দানে অজানা নয়- প্রত্যেক প্রতিপক্ষকে সমান গুরুত্ব দিয়ে মাঠে নামা এবং জয় লাভ করা।