Emami East Bengal: ব্রাজিলের মাঝমাঠের জাদুকর লাল-হলুদে? জেনে নিন আপডেট

পরপর ফুটবলার নিশ্চিত খবর মিলেছিল ট্রান্সফার উইন্ডো খোলার আগে।  ইমামির (Emami East Bengal) সঙ্গে চুক্তি হওয়ার পর এক ঝাঁক ফুটবলার সই করার কথা জানানো হয়েছিল।…

João Victor

পরপর ফুটবলার নিশ্চিত খবর মিলেছিল ট্রান্সফার উইন্ডো খোলার আগে।  ইমামির (Emami East Bengal) সঙ্গে চুক্তি হওয়ার পর এক ঝাঁক ফুটবলার সই করার কথা জানানো হয়েছিল। কিন্তু বিদেশি ফুটবলার নিশ্চিত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি।

Advertisements

ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) স্কোয়াডে আপাতত একজন বিদেশি ফুটবলার রয়েছেন। তিনি স্পেনের ইভান গঞ্জালেজ। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ইস্টবেঙ্গলের খেলোয়াড় বলে পরিচয়ও দিয়েছেন। ইতিমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন বলে জানা গিয়েছে। কয়েক দিন পরেই হয়তো কলকাতায় চলে আসবে। ক্লাব সমর্থকদের মধ্যে প্রশ্ন থাকা স্বাভাবিক, ইভান ছাড়া বাকি বিদেশি কারা।

   

কিছু দিন আগে শোনা গিয়েছিল জোয়াঁও ভিক্টরের নাম। ব্রাজিলের মাঝ মাঠের খেলোয়াড়। ইন্ডিয়ান সুপার লিগে ইতিমধ্যে সুনামের সঙ্গে খেলেছিলেন। আদপে ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে গোল ক্ষুধা রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগেও বেশ কিছু গোল রয়েছে তাঁর নামের পাশে। ২০২০ সালে এসেছিলেন ভারতে। যুক্ত হয়েছিলেন হায়দরাবাদ ফুটবল ক্লাবের সঙ্গে। সেই থেকে চল্লিশের কাছাকাছি ম্যাচ খেলেছেন ভারতে।

Advertisements

সব মিলিয়ে ভারতীয় ফুটবল আঙিনায় ভিক্টরের পারফর্ম্যান্স বেশ ভালো বলা চলে। ইস্টবেঙ্গল তাঁকে দলে নিতে ইচ্ছুক এমনটা শোনা গিয়েছিল। বলা ভলা জল্পনা চলেছিল। এখনও এখনও পর্যন্ত যা আপডেট তাতে বলা চলে, ব্রাজিলের জোয়াঁও ভিক্টর হয়তো ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছেন না।