ATK Mohunbagan: তাঁবু উদ্বোধনে সঞ্জীব গোয়েঙ্কা!

আগামী ১ অগষ্ট মোহনবাগানে (ATK Mohunbagan) নতুন তাঁবু আর পরিকাঠামো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, সেই দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্লাব তাঁবু উদ্বোধন…

Sanjeev Goenka at the inauguration of ATK Mohunbagan

আগামী ১ অগষ্ট মোহনবাগানে (ATK Mohunbagan) নতুন তাঁবু আর পরিকাঠামো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, সেই দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্লাব তাঁবু উদ্বোধন অনুষ্ঠানে আসবেন মোহনবাগান ক্লাবের বর্তমান মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং এ-ও জানা গিয়েছে ক্লাবের সমর্থকদের অনুরোধ মেনে তিনি সরকারিভাবে এটিকে-মোহনবাগানে ‘এটিকে’ নামটি সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করবেন। সেই অপেক্ষায় রয়েছেন কৌতূহলী মোহনবাগান সমর্থকরা।

এদিকে, নৈহাটিতে শনিবার প্রদর্শনী ম্যাচে মহমেডানের বিরুদ্ধে ২-১ গোলে জয়ের পর দলের কন্ডিশনিং নিয়ে সন্তষ্ট মোহনবাগান কোচ খুয়ান ফেরান্দো। এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে ওঠার পর ফুটবলারদের বেশ কিছুদিনের ছুটি দিয়েছিলেন ফেরান্দো। যাতে পরিবারের সঙ্গে ফুটবলাররা সময় কাটাতে পারেন। ছুটি কাটিয়ে অনুশীলন শুরু করেছেন ফুটবলাররা মাত্র এক সপ্তাহ হয়েছে। তাতে মহমেডানের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে খুশি ফেরান্দো।

বিশেষত, দেশি আর বিদেশি ফুটবলারদের বোঝাপড়া যেভাবে তৈরি হচ্ছে সেটা আশ্বস্ত করেছে স্পানিশ কোচকে। মাঝমাঠের কাণ্ডারি জনি কাউকোর নেতৃত্ব দেওয়ার ধরণে বেশি আশ্বস্ত ফেরান্দো। বলেছেন, “এএফসি কাপের ফর্মই ধরে রেখেছে কাউকো। সেটাই দলের কাছে স্বস্তির। ডুরান্ড কাপে নামার আগে আমাদের কন্ডিশনিং যে সঠিক পথে চলছে সেটা দেখে ভাল লাগল।” উল্লেখ্য যে মহমেডানের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে দুটো গোলই করেছিলেন কাউকো।