জেসিন টিকে, নিষাদ, অথুল উন্নিকৃষ্ণন, আদিল আমাল, লিজোরা বুধবার প্রথম ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal ) ক্লাবে পা রাখেন। সন্ধ্যের সময় এই নবাগত লাল হলুদ শিবিরের ফুটবলারদের ঘিরে ক্লাব চৌহুদ্দি জুড়ে উন্মাদনা চোখে পড়ার মতো।
প্রসঙ্গত, গত ইন্ডিয়ান সুপার লিগের লাস্ট বয় ইমামি ইস্টবেঙ্গল এফসি সন্তোষ ট্রফিতে কেরালার হয়ে সর্বোচ্চ গোলদাতা জেসিন টিকেকে সই করিয়েছে সঙ্গে লিজো কুরুসাপ্পান, অতুল উন্নিকৃষ্ণন (Unnikrishnan) এবং নিষাদ,আদিল আমাল, লিজোকে দলের রিজার্ভ বেঞ্চে সই করিয়েছে।
সূত্রে খবর, জেসিন টিকে ইমামি ইস্টবেঙ্গল এফসি’র মূল দলে যোগ দেবেন। রিজার্ভ দলে থাকা লিজো কুরুসাপ্পান, অতুল উন্নীকৃষ্ণন, আদিল আমাল এবং নিষাদের কাছে কিন্তু লাল হলুদ ব্রিগেডের মূল দলে ঢোকার দরজা মোটেও বন্ধ হয়ে যায়নি। কলকাতা লিগের সুপার সিক্সে বিনো জর্জের প্রশিক্ষণে এই ফুটবলারেরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারে তাহলে ইমামি ইস্টবেঙ্গল এফসি’র হয়ে আসন্ন ISL লাল হলুদ জার্সি গায়ে দেখা যেতেই পারে এই ফুটবলারদের।