এফসি গোয়ার পথে এই ভারতীয় লেফট ব্যাক, জানুন

আগের সিজনে একের পর এক শক্তিশালী ফুটবলারদের দলে টেনেছিল ওডিশা এফসি। স্বাভাবিকভাবেই দল নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল সমর্থকরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল…

East Bengal Club Jerry Lalrinzuala

আগের সিজনে একের পর এক শক্তিশালী ফুটবলারদের দলে টেনেছিল ওডিশা এফসি। স্বাভাবিকভাবেই দল নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল সমর্থকরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল পর পর দুইটি ম্যাচ। তবে ম্যাচ এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। গত বছরের শেষের দিকে দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করলেও নতুন বছর থেকেই একেবারে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল সার্জিও লোবেরার ছেলেরা৷ পরবর্তীতে চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি।

Also Read | ওডিশা এফসিতে সই করে ফেলেছেন মহামেডানের এই রাইট ব্যাক

   

তারপর সেই ছন্দ বজায় রেখেই কেরালার পাশাপাশি বেঙ্গালুরু এফসিকে টেক্কা দিয়েছিল মুর্তাজা ফলরা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে গোটা দলের। এই ছন্দ বজায় রেখেই হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছিল একবারের সুপার কাপ জয়ী দলকে। যারফলে কঠিন হয়ে উঠেছিল সুপার সিক্সের অঙ্ক। কিন্তু তবুও লিগের শেষ ম্যাচ পর্যন্ত নক আউট নিশ্চিত করতে মরিয়া ছিল সকলে। কাজে আসেনি সেই পরিকল্পনা। শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে।

Also Read | ওডিশা এফসিতে খেলা এই ফুটবলারকে দলে টানল ডায়মন্ড হারবার 

Advertisements

তারপর কলিঙ্গ সুপার কাপে প্রভাব ফেলার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচে। গত বছর এই টুর্নামেন্টের ফাইনাল খেললেও এবার কিনা প্রথম ম্যাচেই বিদায় নেয় ওডিশা। এই ধাক্কা কাটিয়ে নয়া সিজনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সকলের। তাই অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নয়া ফুটবলার সই করানোর পাশাপাশি বেশ কিছু বদল আসার ইঙ্গিত মিলেছিল আগে থেকেই। সেইমত গত কয়েক মাসে একাধিক ফুটবলারদের রিলিজ করেছে ম্যানেজমেন্ট। যার মধ্যে ছিলেন মনিপুরের লেফট ব্যাক জেরি লালরিনজুয়ালা (Jerry Lalrinzuala)।

এবার তাঁকে নিয়েই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, নয়া সিজনের জন্য তাঁকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো তাঁর যোগদানের কথা জানিয়ে দেবে গতবারের কলিঙ্গ সুপার কাপ জয়ীরা।