Jerry Lalrinzuala: জয়কে বিদায় জানিয়ে এবার জেরিকে দলে টানল এফসি গোয়া

ট্রফি জয়ের মধ্য দিয়ে সিজন শেষ করেছিল এফসি গোয়া। কলিঙ্গের বুকে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে সুপার কাপ জয় করেছিল মানোলোর ছেলে। যারফলে…

Jerry Lalrinzuala Joins FC Goa as Jay Gupta Bids Farewell

ট্রফি জয়ের মধ্য দিয়ে সিজন শেষ করেছিল এফসি গোয়া। কলিঙ্গের বুকে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে সুপার কাপ জয় করেছিল মানোলোর ছেলে। যারফলে এবার এএফসির টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে। সেই কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনে বাড়তি নজর দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আগের তুলনায় দলকে আরও শক্তিশালী করাই প্রধান লক্ষ্য ছিল সকলের। গত কয়েক মাসে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছে আইএসএলের এই ফুটবল ক্লাব।

Also Read | Gokulam Kerala FC: গোকুলামের হয়ে ট্রফি জিততে চান কিনশি

   
East Bengal Club Jerry Lalrinzuala
লাল হলুদ তাঁবুর পথে মিজো ডিফেন্ডার?

তবে শুধুমাত্র নতুন ফুটবলার দলে টানাই নয়। গতবারের দলের একাধিক ফুটবলারদের রিলিজ ও করে দিয়েছে এফসি গোয়া। যার মধ্যে ছিলেন দেশের দাপুটে লেফট ব্যাক জয় গুপ্তা। অফিসিয়াল সাইট থেকেই জানানো হয়েছিল যে এফসি গোয় ছেড়ে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে যোগদান করতে চলেছেন এই তারকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল জয়ের বিকল্প হিসেবে কাকে চূড়ান্ত করবে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল মিজোরামের ফুটবলার জেরি লালরিনজুয়ালার (Jerry Lalrinzuala) নাম। গত সিজন পর্যন্ত সার্জিও লোবেরার ওডিশা এফসির সঙ্গে যুক্ত ছিলেন বছর সাতাশের এই ডিফেন্ডার।

Also Read | Sandesh Jhingan Returns: গোয়ার জার্সিতে চনমনে মেজাজে সন্দেশ, নেটমাধ্যমে বিশেষ পোস্ট

Advertisements

কিন্তু এবার সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যোগদান করলেন মানোলো মার্কুয়েজের শিবিরে। উল্লেখ্য, আজ সন্ধ্যা বেলায় নিজেদের অফিসিয়াল সাইটে বিখ্যাত কার্টুন চরিত্র তথা ‘জেরি’র (Jerry Lalrinzuala) এফসি গোয়ার জার্সিতে একটি ছবি আপলোড করেছিল আইএসএলের এই দল। যারফলে বুঝতে খুব একটা অসুবিধা ছিল না কারুর কাছে। যে কার আসার ইঙ্গিত দিচ্ছে তাঁদের প্রিয় দল। ঠিক ঘন্টা কয়েক পরেই জেরি লালরিনজুয়ালার (Jerry Lalrinzuala) যোগদানের কথা সম্পূর্ণভাবে স্পষ্ট করে দেয় গতবারের সুপার কাপ জয়ীরা। এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টু শুরু করার আগে যা বিরাট পাওনা সকলের কাছে।

একটা সময় এআইএফএফ এর এলিট অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন তিনি। পরবর্তীতে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি হয়ে যোগদান করেছিলেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে। বছর দুয়েক আগে সেখান থেকেই চলে গিয়েছিলেন হুগো বুমোসদের ওডিশা এফসিতে। নতুন মরসুমে এবার তাঁর উপরেই ভরসা রাখলেন মানোলো।