সিঁদুরে মেঘ দেখছে ইস্টবেঙ্গল, মিনি ডার্বিতে বাতিল আরও তিন প্লেয়ার

East Bengal FC new footballer Richard Celis

আগামী রবিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হতে চলেছে মিনি ডার্বি। ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) মুখোমুখি হতে চলেছে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) এর বিরুদ্ধে। গত শুক্রবার জুনিয়ার ডার্বিতে ইস্টবেঙ্গল মহমেডানকে ২-১ গোলে হারায়। এবার দেখার বিষয় বড়দের ডার্বিতে কি হয়।

Advertisements

তবে বর্তমানে সিঁদুরে মেঘ দেখছে কোচ অস্কার। জিকসন ও সেলিস মিনি ডার্বি ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না।অন্যদিকে কার্ড সমস্যায় খেলবেন না লালচুংনুঙ্গা। তাই অস্কারের জন্য গঠন করতে হবে নতুন পরিকল্পনা।

ইস্টবেঙ্গল বর্তমানে লিগ টেবিলের ১১ স্থানে রয়েছে। অন্যদিকে মহমেডান রয়েছে সর্বশেষ পর্যায়ে। তাই ডার্বির আগে অস্কারের কাছে এটা চিন্তার বিষয় বইকি।

এই মিনি ডার্বির আগেও অস্কার দলের কিছু দুর্বলতা দেখতে পেয়েছেন। সুতরাং তিনি এমন কিছু পরিকল্পনা নিয়ে হাজির হতে পারেন যাতে খেলার ফলাফল তার পক্ষে আসে। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে এই ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ দৌড়ে টিকে থাকার জন্য।

Advertisements

অস্কারের দলের মূল শক্তি হল তাদের আক্রমণাত্মক খেলা যেখানে সেলিসের মতো ফুটবলার অনুপস্থিত হওয়ায় দলের আক্রমণ নিয়ে চিন্তা থাকবে। তবে অস্কার জানেন কিভাবে তার দলকে শক্তিশালী করতে হয়। তাঁকে দল গড়ার জন্য কিছু বদল আনতে হবে কিন্তু তিনি এমনভাবে দলে পরিবর্তন আনবেন যাতে দল যেন তার বিপক্ষ দলকে চমক দিতে পারে।

এই মুহূর্তে অস্কারের পক্ষে লালচুংনুঙ্গার অনুপস্থিতি এক বিশাল সমস্যা। তবে তাঁর জায়গায় যদি অন্য কাউকে সফলভাবে খেলানো যায় তবে তার কৌশলও ফলপ্রসূ হতে পারে। ফলে অস্কারের দিক থেকে এখনও দল গঠন নিয়ে কোনো ধরণের হতাশা দেখা যাবে না।

এই মিনি ডার্বিতে সকলের চোখ থাকবে দলের কৌশল, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং পরিকল্পনার দিকে।